Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tanushree Bhattacharya: প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন ‘রানী রাসমণি’র মা ভবতারিণী ওরফে তনুশ্রী ভট্টাচার্য

সদ্য মা হয়েছেন ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের ‘ মা ভবতারিণী’ ওরফে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য । গত ডিসেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। গত জুলাই মাসে ফাঁস হয় অভিনেত্রীর মা হওয়ার…

Avatar

By

সদ্য মা হয়েছেন ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের ‘ মা ভবতারিণী’ ওরফে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য । গত ডিসেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। গত জুলাই মাসে ফাঁস হয় অভিনেত্রীর মা হওয়ার সুখবর । সেই খবরে সিলমোহরও দিয়েছিলেন তনুশ্রী। খবর ফাঁস হওয়ার পর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সুখবর। 

এই মুহূর্তে অভিনেত্রী মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন। অভিনেত্রীর এখন দিনরাত্রি একরত্তি মেয়েকে নিয়ে কাটছে। নতুন বছরের শুরুর দিন নিজের মেয়ের সাথে অনুগামীদের পরিচয় করালেন।এদিন মা হওয়ার পর প্রথম নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী তনুশ্রী। তবে সন্তানের মুখ নয়, শুধুই সন্তানের হাত শেয়ার করলেন। তবে এর থেকে বোঝা যাচ্ছে এত সহজে সন্তানের মুখ প্রকাশ্যে আনছেন না অভিনেত্রী। এদিন নিজের হাতের ওপরে সন্তানের হাত রেখে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন,’ধন্যবাদ 2021 আমাকে আমার জীবনের সেরা উপহার দেওয়ার জন্য.. সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ’!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তনুশ্রী ভট্টাচার্য সবচেয়ে বেশি জনপ্রিয় হন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-এর ‘মা ভবতারিণী’র চরিত্র থেকে। এই চরিত্রে অভিনয় করতে করতে তিনি গর্ভবতী হন৷ অন্তঃসত্ত্বাকালীন কিছুদিন শ্যুটিং করে কয়েকমাস পর এই ধারাবাহিকের শ্যুটিং বন্ধ করে দিয়েছিলেন । এমনকি নিজেই তাঁর বেবিবাম্পের ছবি শেয়ার করে সকল অনুগামীদের এই সুখবরটি দিয়েছিলেন। এমনকি অভিনেত্রী সাধের প্রচুর ছবিও ইনস্টাগ্রামে জুড়েছিলেন অভিনেত্রী। এমনকি এই অবস্থায় অনেক রিল ভিডিও বানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে পরিচালক শমীক বসুকে বিয়ে করেন তনুশ্রী। শমীক নিজেও টেলিভিশন ধারাবাহিকের একজন সফল পরিচালক। ‘প্রথমা কাদম্বিনী’, ‘পান্ডব গোয়েন্দা’-সহ একাধিক ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।
এই মুহূর্তে শমীক স্ত্রী আর সন্তানের খেয়াল রাখছেন। অভিনয় থেকে বর্তমানে সাময়িক বিরতি নিয়েছেন তনুশ্রী। তবে তনুশ্রী জানিয়েছেন, মা হওয়ার পর তিনি অভিনয় ছাডবেননা। বরং সন্তানের ছয় মাস হওয়ার থেকে নিজেকে নতুন করে গ্রুম করবেন । আবারও নতুন ভাবে নতুন করে ফিরবেন অভিনয়ে। কারণ তনুশ্রী মনে করেন, অভিনয় সত্ত্বা তাঁর অস্তিত্ব। অভিনয় করতে না পারলে তিনি নিজেকে হারিয়ে ফেলবেন। তাই তিনি ফের কাজে ফিরবেন।

About Author