জি বাংলার অন্যতম জনপ্রিয় ভক্তিমূলক ধারাবাহিক হল করুণাময়ী রাণী রাসমণি। সম্প্রতি এই ধারাবাহিক পা দিল ১৫০০ পর্বে। শুরুর দিন থেকে এই ধারাবাহিক মানুষের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকের প্রতিটা অভিনেতা ও অভিনেত্রী নিজেদের দক্ষ অভিনয়ের খাতিরে এই ধারাবাহিকের মান বাড়িয়ে দিয়েছে অনেকটা। বিশেষ করে দিতিপ্রিয়া রায়, গৌরব চ্যাটার্জী, সৌরভ সাহার ধারাবাহিকে অভিনয়ের মান উল্লেখ করার মত। তবে এদিন ১৫০০ পর্বের উদযাপনে সেটের মধ্যেই কেক কেটে আনন্দ করেছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলার অফিশিয়াল পেজ থেকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ধারাবাহিকের ১৫০০ উদযাপনের জন্য এদিন সেটে উপস্থিত ছিলেন সকলেই। এদিন ধারাবাহিকের নাম ও ১৫০০ পর্ব লেখা একটি কেক নিয়ে আসা হয়েছিল। পরিচালক থেকে শুরু করে প্রযোজক সহ সকল অভিনেতা অভিনেত্রীরা এদিন একসাথে উপস্থিত ছিলেন সেটে। সম্প্রতি সেই ১৫০০ পর্ব উদযাপনের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর শুরুতেই বিশ্বনাথ বিস্তারিতভাবে বলেন যে কেন এই ভিডিও এবং কারা এদিন সেটে উপস্থিত ছিলেন, তবে শুরু থেকেই এই ভিডিও দেখে সবটাই স্পষ্ট হয়েছে।
সান্দিপ্তা সেন অর্থাৎ মা সারদা, সৌরভ সাহা অর্থাৎ রামকৃষ্ণদেব ছাড়াও ধারাবাহিকের একাধিক বর্তমান অভিনেতা এবং অভিনেত্রীরা নিজেদের বক্তব্য রেখেছেন ধারাবাহিকের ১৫০০ পর্ব উদযাপনের বিশেষ দিনে। সকলেই ভীষণ খুশি ছিলেন এদিন, তা তাদের হাবে ভাবেই স্পষ্ট ছিল। এদিন সকলেই নিজের বক্তব্যে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন তাদের দীর্ঘদিনের দর্শকদের, কারণ তাদের জন্যই এই ধারাবাহিক আজ ১৫০০ পর্বে এসে উপনীত হয়েছে। এদিন এই ভিডিওর মাধ্যমে এই ধারাবাহিকের সকল অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের জানিয়েছেন তারা যেন এইভাবেই তাদের পাশে থাকেন এবং তাদের এইভাবেই সমর্থন করে যান। যাতে তারা আরো অনেকদিন দর্শকদের মনোরঞ্জন করতে পারেন।
এদিন কেক কেটে সকলেই একে অপরকে খইয়ে দিয়েছেন। কেক খাওয়ানোর সময় পর্দার মা সারদা ও রামকৃষ্ণকে ক্যামেরার সামনেই খুনসুটি করতে দেখা গেল। সান্দিপ্তার নাকে কেক মাখিয়ে দিলেন সৌরভ, মজার ছলেই এমন কাণ্ড ঘটিয়েছেন তারা, তা ভিডিও দেখেই স্পষ্ট। এই ভাইরাল হওয়া ভিডিও দেখে খুশি ধারাবাহিকের দর্শকরাও। এই ১৫০০ পর্ব উদযাপনের ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়ে গাছে ধারাবাহিক অনুরাগীদের মধ্যে।