গত সোমবার ৫৬ তে পা দিয়েছেন সলমন। অনুরাগীদের ভয় কাটিয়ে তিনি এদিন জানান, সাপ ফার্ম হাউসের একটি ঘরে ঢুকে এসেছিল। এরপরেই বাচ্চারা ওই ঘটনাত ভয় পেয়ে যায়। তাই একটি লাঠি দিয়ে সাপটিকে তুলে তিনি বাইরে ফেলে দিতে যান। কিন্তু লাঠি বেয়ে ধীরে ধীরে সাপটি সলমনের হাতে উঠে আসে। সঙ্গে সঙ্গে অন্য হাত দিয়ে তৎক্ষণাৎ সেই সাপটিকে চেপে ধরেন তিনি। এরপরেই সেখানকার বাচ্চাদের শোরগোল শুনে ওই জায়গায় ছুটে এসেছেন ফার্ম হাউসের কর্মীরা। তারা সাপটিকে বিষধর ভেবে আরো চিৎকার শুরু করে। এত গণ্ডগোলের মাঝে সাপটি তিন তিনবার ছোবল মারে সল্লুর হাতে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে । এরুর সাপটিকেও সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তারপর জানা যায় যে সেটি বিষধর নয়। ইঞ্জেকশন নিয়ে ছয় ঘন্টা হাসপাতালে থাকার পর রবিবার সকালে ছাড়া পান অভিনেতা। এখন ভাইজান অনেকটাই সুস্থ আছেন।Saanp Ne Kaam Toh Theek Kiya Tha, Lekin Bechara Khud Hi Marr Gaya! KyonKi Saamne Wale Main Zehar Hi Itna Zyada Hai.🤪😁
— KRK (@kamaalrkhan) December 27, 2021
Salman Khan: সাপের থেকেও ভাইজানের বিষ বেশি! সলমনকে ট্রোল করতে গিয়ে অনুরাগীদের রোষের মুখে কেআরকে
সলমন খান ও কামাল আর খান! দুজনকে বলিউডে সকলের চেনা মুখ। এদের৷ দুজনেরব বন্ধুত্ব নয় বরং বিবাদের জন্য বারংবার খবরের শিরোনামে আসেন। বলিউডেএ বহু ছবিরই সমালোচনা, প্রশংসা করে থাকেন এই…

By

আরও পড়ুন