Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Malaika-Arhaan: ভাইরাল বড়দিনে মালাইকা-আরহানের নতুন ভিডিয়ো! ট্রোলারদের দাবি মায়ের পাশে দাঁড়াতে লজ্জা পায় ছেলে

মালাইকা আরোরা। অভিনেত্রী, মডেল, ভিডিয়ো জকি, নৃত্যশিল্পী এবং টেলিভিশন ব্যক্তিত্বের পাশাপাশি একজন বিচারক। এতগুলো কাজ নিজে সমান্তরালে মেন্টেন করেন মালাইকা। তিনি অত্যন্ত আত্মনির্ভর এবং আত্মসচেতন থাকার চেষ্টা করেন। একটা সময়…

Avatar

By

মালাইকা আরোরা। অভিনেত্রী, মডেল, ভিডিয়ো জকি, নৃত্যশিল্পী এবং টেলিভিশন ব্যক্তিত্বের পাশাপাশি একজন বিচারক। এতগুলো কাজ নিজে সমান্তরালে মেন্টেন করেন মালাইকা। তিনি অত্যন্ত আত্মনির্ভর এবং আত্মসচেতন থাকার চেষ্টা করেন। একটা সময় এই মেয়েকে প্রচুর স্ট্রাগেল করতে হয়েছিল।১৯৯৭ সালে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন বলিউডে। মডেলিং থেকে বলিউডে অভিনয় করা শুরু করেন অভিনেত্রী। ১৯৯৮ সালে আরবাজ খানের সাথে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর স্বামী এবং সংসার নিয়ে খুশি ছিলেন মালাইকা। এদের একটি ছেলে আছে, নাম আরহান খান।

কিন্তু ২০১৭ সালে ১৯ বছরের সুখী দাম্পত্য জীবন ভেঙে নিজের ছেলে আরহানের হাত ধরে খান বাড়ি প্রত্যাখান করে সব বিলাসিতা ছেড়ে বেরিয়ে যান মালাইকা অরোরা। বিচ্ছেদের মূল কারণ ছিল অবশ্য অন্য। আরবাজ তাঁর বিদেশিনী বান্ধবী জর্জিয়ার সঙ্গেও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপরই এদের ডিভোর্স হয়। বিচ্ছেদের পর থেকে ছেলে আরহানকে নিয়েই বেশ খুশিতেই রয়েছে মালাইকার জীবন। মালাইকাও এখন বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সাথে সম্পর্কে আবদ্ধ হয়্রছেন। বাবা মায়ের নতুন সম্পর্ক নিয়ে কখনো কোনো আপত্তি দেখাননি আরিয়ান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে নিজের পড়াশোনার জন্য বাইরে থাকছেন মালাইকা ও আরবাজ পুত্র আরহান খান! তবে ক্রিস্টমাসে ছুটির আমেজে কিছুদিন আগেই ফের দেশে ফিরেছেন আরিয়ান। আর ছেলের আসার আনন্দে ছেলেকে নিয়ে আসতে এয়ারপোর্টে যান। আর সেই সময় বিমানবন্দরে মা-ছেলের রিউনিয়নের ছবি-ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছেলেকে আনতে শুধু একা মালাইকা নন, গিয়েছিলেন আরবাজও। তবে, সেই ভিডিয়োরব দেখা গিয়েছিল মায়ের থেকে বাবার সাথে বেশি সপ্রতিভ আরহান। এই ভিডিও দেখে এমনই দাবি তুলেছিল সোশ্যাল মিডিয়া। 

এমনকি বড়দিনে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেম মাম্মা আর-ছেলের ছবি। এদিন সাদার ওপর লাল-কালো প্রিন্টের একটি শর্ট ড্রেস পরেছেন মাল্লা। বড়দিনের দিনে ছেলের সাথে খোলামেলা পোশাকে সেখানে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর আরহানের পরনে ছিল লাল প্যান্ট, কালো টি-শার্ট, কালো জ্যাকেট। ফোটোগ্রাফারদের জন্য মালাইকার সাথে ছবির জন্য পোজ দিতে দাঁড়ান আরিয়ান। তবে, মা ছেলের ছবিতে দেখা যাচ্ছে কিছুটা জড়তা রয়েছে আরহানের মধ্যে। আর সেখান থেকেই শুরু হয় নানান ট্রোলিং।

একজন ইনস্টা ইউজারের বক্তবত ‘একজন ভারতীয় মহিলাকে কি এমন পোশাক মানায়, আর তখন যখন তাঁর সাথে তরুণ ছেলে আছে’। আরেক নেটিজেন লিখেছেন, ‘ নিজের মায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে লজ্জা পাচ্ছে বেচারা ছেলেটা। ওকে পুরো আরবাজের মতো দেখতে।’ সে যাই হোক এই ছবি বেশ ভাইরাল নেট দুনিয়াতে।

Malaika-Arhaan: ভাইরাল বড়দিনে মালাইকা-আরহানের নতুন ভিডিয়ো! ট্রোলারদের দাবি মায়ের পাশে দাঁড়াতে লজ্জা পায় ছেলে

About Author