Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ali-Richa: আসছে বছর মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসছেন রিচা এবং আলি?

২০২১ শেষ হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। গোটা বছর ধরেই করোনার মধ্যে বলিউডে বসেছে একের পর এক বিয়ের আসর। এই বছর বেশ কয়েকজন তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ…

Avatar

By

২০২১ শেষ হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। গোটা বছর ধরেই করোনার মধ্যে বলিউডে বসেছে একের পর এক বিয়ের আসর। এই বছর বেশ কয়েকজন তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে এই বছরের বিগ ফ্যাট ওয়েডিং। বরুণ-নাতাশা দিয়ে শুরু করে ইয়ামি গৌতম-আদিত্য ধর, রাজকুমার রাও-পত্রলেখা পল, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, অঙ্কিতা লোখন্ডে -ভিকি জৈন,  সহ একাধিক দেখ তারকা বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেছেন।নতুন বছরের শুরুতে বলিপাড়াতে ফের বিয়ের সানাই বাজতে চলেছে। এই জুটির বিয়ে করার কথা ছিল ২০২০ সালের এপ্রিল মাসে। কিন্তু করোনার দাপটে সমস্ত পরিকল্পনা চৌপাট হয়ে যায়। তাই এ বার নতুন করে ফের বিয়ের কল্পনা শোনা যাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছর মার্চ মাসেই ভালোবেসে সাত পাক ঘুরবেন বলিউডের জনপ্রিয় জুটি। এঁরা আর কেউ নন রিচা চাড্ডা এবং আলি ফজল। শোনা গিয়েছে, দিল্লি এবং মুম্বই শহরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের নিয়ে সাত পাকে বাঁধা পড়বেন দুই বলি তারকা।নিজেদের বিয়ে প্রসঙ্গে আলি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘‘বিয়ে করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি আমিমি.মি. আর রিচা। সব পরিকল্পনা করা ছিল। প্রথমে করোনা এল। তার পরে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। যখন আবার সব খুলল,তখন তাঁরা নিজেদের বাকি থাকা কাজের শ্যুট নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। বারবার সব ভেস্তে যাচ্ছে।’’ আলি এদিন জানালেন, আগামী মার্চে গাঁটছড়া বাঁধতে পারেন তাঁরা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা, তা এখনই কোনো নিশ্চয়তা দিতে পারছেন না৷ এই মুহূর্তে সৌদি আরবে হলিউড এক নতুন ছবির শ্যুটিং চলছে আলির। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত আমিরশাহি আলির নতুন ঠিকানা।Ali-Richa: আসছে বছর মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসছেন রিচা এবং আলি?উল্লেখ্য, ২০১৩ সালে ‘ফুকরে’ ছবির শ্যুটিংয়ের সময়ে আলি-রিচার প্রথম আলাপ। এরপএ দুজনের বন্ধুত্ব এবং প্রেম হত। বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পরে ২০১৯ সালে মলদ্বীপে ঘুরতে ব গিয়ে আলি তাঁর প্রেমিকাকে বিয়ের জন্য প্রপোজ করেন। আর রিচাও সাথে সাথে বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেন। কিন্তু তার পর থেকেই সব পরিকল্পনায় বাঁধ সাজছে করোনা।
About Author