২০২০ সালে গোলোন্দাজ ছবির শ্যুটিং নিয়ে বেজায় -ব্যস্ত ছিলেন র দেব। তারই মাঝে সকলকে সারপ্রাইজ নিয়ে হাজির হয়েচিলেন এই সুপারস্টার। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ছবি। তবে এবার শ্যুটিং সেট নয়, বরং টনিক মুক্তির সেলিব্রেশন ও জন্মদিন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। প্রতিবারের মতই এবারেও রাত ১২টা বাজতেই সকলকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটলেন দেব। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। টনিক মুক্তি হলেও অভিনেতার হাতে এখন একাধিক ছবি। নতুন বছরকে পাখির চোখ করে একের পর এক নতুন ছবি মুক্তির দিকে তাঁকিয়ে টলিউড সুপারস্টার। বছর পড়তেই দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’ এর শ্যুটিং শুরু হবে । এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে পরবর্তী ছবি কিসমিস। সেখানে ফের জুটি বাঁধতে দেখা যাবে লাভ বার্ডস দেব ও রুক্মিনীকে। রিল লাইফ ও রিয়েল লাইফের এই জুটিকে একসঙ্গে দেখতে দর্শকেরা তার জন্য মুকিয়ে আছে। এখন দেখার তাঁর জন্মদিনে দেবের উপহার টনিক কতটা বাংলার বক্স অফিসকে সমৃদ্ধ করছে। অনুগামীদের মধ্যে দেবের এই ছবি নিয়ে উত্তেজনা নেহাতই কম নয়। সুপারস্টারের জন্মদিন উপলক্ষে দিন ভর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড় বয়ে গিয়েছ।🐬@RukminiMaitra ❤️ pic.twitter.com/uYNBJNM3Vz
— Dev (@idevadhikari) December 25, 2021
Dev Birthday Celebration: প্রেমিকের জন্মদিনে রুক্মিনীর সারপ্রাইজ! মধ্যরাত থেকে কেক কেটে গালা সেলিব্রেশন!
আজ ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন। শহর জুড়ে পালিত হচ্ছে ক্রিস্টমাস। কয়েকদিন আগে থেকেই গোটা তিলোত্তমা সেজে উঠেছে আলোক সজ্জাতে। বড়দিনের এই আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি। আজ ক্রিস্টমাসের পাশাপাশি…

By

আরও পড়ুন