Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bollywood: বড় পর্দাতে ফের ফিরছে বড়ে মিঞা আর ছোটে মিঞা! একসাথে জুটি বাঁধছেন টাইগার ও অক্ষয়

বলিউডে কাজ পাগল মানুষ বললে প্রথমে সকলের মাথায় এজ অভিনেতার নাম মাথায় আসবে। হ্যাঁ ঠিক ধরেছেন খিলাড়ি অক্ষয়কুমারের কথাই বলছি। ২৪ অক্টোবর আতরাঙ্গি সিনেমা মুক্তি পায়। এরপরেই অক্ষয়ের পরবর্তী সিনেমার…

Avatar

By

বলিউডে কাজ পাগল মানুষ বললে প্রথমে সকলের মাথায় এজ অভিনেতার নাম মাথায় আসবে। হ্যাঁ ঠিক ধরেছেন খিলাড়ি অক্ষয়কুমারের কথাই বলছি। ২৪ অক্টোবর আতরাঙ্গি সিনেমা মুক্তি পায়। এরপরেই অক্ষয়ের পরবর্তী সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার আলি আব্বস জাফরের পরিচালনায় নতুন ছবিতে কাজ করতে চলেছেন এই অ্যাকশন হিরো। শুধু তিনি নয় এই টিনসেল টাউনের এই জেনারেশনের আরো অ্যাকশন হিরো টাইগার শ্রফ ও থাকছেন।

এক সর্বভারতীয় প্রতিবেদন অনুসারে এই নতুন ছবির নাম হতে চলেছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। যতদূর শোনা যাচ্ছে বিগ বি আর গোবিন্দার হিট ছবি-র নাম অনুসারেই তৈরি হবে এই নতুন ছবি। ডেভিড ধাওয়ান পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছিলেন রবিনা ট্যান্ডন, অনুপম খের, পরেশ রাওয়াল, শরৎ সাক্সেনারা। জানা যাচ্ছে এই নতুন ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র শ্যুট শুরুর কথা আছে পরের বছর জানুয়ারি মাসে। এই প্রথম একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় আর টাইগার। ছবিটির প্রযোজনা করবেন বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা ভাগনানি। যদিও এখনও এই ছবির ব্যাপারে কোনো কথা বলেননি চা প্রযোজনা সংস্থা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে মনে করা হচ্ছে, অক্ষয় আর টাইগার যখন একসাথে আছে তাহলে এই নুতুন ছবিতে ভরপুর অ্যাকশন তো থাকবেই। শোনা যাচ্ছে ২০২৩ সালে মুক্তি পেতে পারে এই ছবি। আপাতত বাশু ভাগনানিরই পরের ছবি ‘সিনড্রেলা’ সিনেমাতে কাজ করার কথা আছে অক্ষয়ের। আর এই প্রযোজকেরই আরেকটি নতুন প্রোজেক্ট ‘গণপথ’এ দেখা যাবে টাইগারকে।  উল্লেখ্য, অক্ষয়ের পাইপলাইনে রয়েছে ‘পৃথ্বীরাজ’, ‘বচ্চন পাণ্ডে’, ‘রক্ষা বন্ধন’, ‘ওএমজি ২’, ‘রাম সেতু’, ‘গোরখা’, ‘সিনড্রেলা’। অন্য দিকে, টাইগারের হাতে ‘হিরোপন্তি ২’, ‘বাঘি ৪’ আর ‘গণপথ’। এত কাজের মাঝে আরো এক নতুন কাজ।

About Author