Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sridevi: চোখমুখ পুরো হুবহু এক! আলিয়া-অনুষ্কার প‍র এবার শ্রীদেবীর যমজের ছবি ভাইরাল নেটদুনিয়াতে

ইনন্টারনেটের যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও বা ছবি ভাইরাল শব্দটি। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলের বিনোদন থেকে ট্যালেন্ট হাট সব কিছু ঠিকানা হয়ে…

Avatar

By

ইনন্টারনেটের যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও বা ছবি ভাইরাল শব্দটি। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলের বিনোদন থেকে ট্যালেন্ট হাট সব কিছু ঠিকানা হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যেখানে বহু ইউথ নিজেদের ট্যালেন্ট তুলে ধরেন। যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু বলিউড তারকার সঙ্গে সাদৃশ‍্য রেখে বহু ছেলে মেয়ে ভাইরাল হয়। এটা নতুন ব‍্যাপার নয়।

ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে ক‍্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা,শাহরুখ খান। এমনকি সম্প্রতি সইফিন্ব পুত্র তৈমুর আলি খানের যমজও ঝড় তুলেছিল ইন্টারনেট দুনিয়াতে। এবার এই তালিকায় যোগ হল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর নামও। দীপালি চৌধুরী দেখতে অবিকল লেজেন্ড শ্রীদেবীর মতো। এই মেয়ে এখন সোশ‍্যাল মিডিয়ার নতুন সেনসেশন।  শ্রীদেবীর সঙ্গে তাঁর অদ্ভূত মিল খুঁজে পেয়েছেন সকল নেটনাগরিকরা। আর তাতেই খেল্লাফতে দীপালির। ক্ষণে ক্ষণে বাড়ছে এই মেয়ের দীপালির ফ‍্যান ফলোয়িং।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ‍্যেই ইনস্টাগ্রামে এই মেয়ের অনুগামীর সংখ‍্যা ছাড়িয়ে গিয়েছে ৩০ হাজারের গণ্ডি। দীপালি নিজেও নিজের জনপ্রিয়তা ও শ্রীদেবীর সঙ্গে তাঁর মুখের মিল নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। কে এই দীপালি? দীপালি একজন পেশায় ইউটিউব ভ্লগার৷ পাশাপাশি তাঁর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল খুললেই ভর্তি শ্রীদেবীর ছবির বিভিন্ন দৃশ‍্যের অনুকরণ রিল ভিডিও। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর নানান ছবির দৃশ‍্যগুলি নিজে অভিনয় করে ভিডিও বানান ইন্টারনেট সেনসেশন দীপালি। নিজে ঠিক সাজেনও শ্রীদেবীর মতোই। দীপালির এক একটি ভিডিওতে ভিউ, লাইকের সংখ‍্যা ছাড়ায় হাজারের গণ্ডি।

উল্লেখ্য,বলিউডের জনপ্রিয় তারকা জুটির মধ‍্যে সেরা জুটি ছিলেন শ্রীদেবী ও বনি কাপুর। প্রথম স্ত্রীর বর্তমানেই অভিনেত্রাই শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়ান প্রযোজক। তারপর প্রথম স্ত্রী মোনাকে ডিভোর্স দিয়ে ১৯৯৬ সালে ‘চাঁদনি’কে বিয়ে করেন বনি। কিন্তু ২০১৮ তে স্বামী, দুই মেয়েকে একা ছেড়েই বিদায় নেন শ্রীদেবী। সেই বছর ফেব্রুয়ারিতে দুবাইতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী, বনি ও ছোট কন্যা খুশি কাপুর। সেই সময় ডেবিউ ছবির শুটিংয়ে মুম্বইতে ব্যস্ত ছিলেন জাহ্নবী। তাই তিনি যেতে পারেননি। এমন সময় আচমকাই আসে শ্রীদেবীর রহস্যজনক মৃত‍্যু সংবাদ। দুবাইয়ের হোটেলে বাথটবে ডুবে মৃত‍্যু হয় এই অভিনেত্রীর। জাহ্নবীর প্রথম ছবি মুক্তির মাত্র কয়েক মাস আগেই নিজের মাকে হারান। মেয়ের প্রথম ছবি দেখে যেতে না পারলেও পরিচালক করন জোহর শ্রীদেবীকে তাঁর কন্যা জাহ্নবীর অভিনয়ের কিছু ঝলক আগেই দেখিয়েছিলেন।

About Author