Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sara-Ananya: ছোটবেলা থেকেই অনন্যাকে সময় অসময়ে হেনস্থা করেন সারা, কেন এমন করতেন সাইফকন্যা? উত্তর দিলেন নিজেই

বর্তমানে বলিউডের উঠতি সেলেব কিডদের মধ্যে অন্যতম দুজন হলেন সাইফকন্যা সারা আলি খান ও চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। ছেলেবেলায় একই স্কুলে পড়তেন এই দুই অভিনেত্রী। অনন্যা সারার থেকে নিচু…

Avatar

By

বর্তমানে বলিউডের উঠতি সেলেব কিডদের মধ্যে অন্যতম দুজন হলেন সাইফকন্যা সারা আলি খান ও চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। ছেলেবেলায় একই স্কুলে পড়তেন এই দুই অভিনেত্রী। অনন্যা সারার থেকে নিচু ক্লাসে পড়তো। তারা দুজনেই মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। জানা গেছে, স্কুলে পড়াকালীন অনন্যা পান্ডেকে প্রায়ই স্কুলের মধ্যে অনাস্থা করতেন সারা আলি খান।

সম্প্রতি সাইফকন্যা সারা আলি খানকে এক সাক্ষাৎকারে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। এই সাক্ষাৎকারে সারা জানিয়েছিলেন, তিনি হয়তো সত্যিই ছেলেবেলায় স্কুলে পড়াকালীন অনন্যা পান্ডেকে হেনস্থা করতেন। এমনকি তিনি মনে করেন তিনি এখনও সেই একই কাজ করেন। এই কথা বলতে গিয়ে তিনি সাম্প্রতিকতম একটি ঘটনাকে উদাহরণস্বরূপ তুলে ধরেছিলেন সকলের সামনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন দুজনেই। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক নামিদামী তারকার। আর সারা আলি খান মনে করেন সেখানেও তিনি হেনস্থা করেছিলেন অনন্যাকে। কারণ সারা জানান, তিনি অনন্যা পান্ডেকে ঐ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার অভিনীত নতুন ছবি ‘আতরাঙ্গী রে’এর জনপ্রিয় হিট ট্রেন্ডিং গান ‘চাকা চাক’এ রীতিমতো জোর করে স্টেজে নিয়ে গিয়ে নাচিয়েছিলেন তিনি। সেইসময়ে নাচের জন্য তিনি একেবারেই রাজি ছিলেন না। এই প্রসঙ্গ টেনেই তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি হয়তো সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাকে হেনস্থা করে ফেলেছেন। তবে বলিউডে এই সমস্ত ঘটনা নতুন নয়। সেলেব কিডদের মধ্যে এমন রেষারেষির ঘটনা প্রায়ই ঘটতে থাকে। উল্লেখ্য, সম্প্রতি সাক্ষাৎকারে সারা আলি খান এই সমস্ত কথাগুলো হাসি মজার ছলেই বলেছিলেন।

About Author