Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bipasha Das: এক সমাজকর্মীর সহায়তায় স্টুডিওতে গান রেকর্ড করলেন চাকদহের গৃহবধূ, ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীকে চেনেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বহু মানুষের প্রতিভা তুলে ধরেছেন সকলের সামনে। উল্লেখ্য, রানু মন্ডলের পরিচিতি এসেছিল এনার হাত ধরেই। তিনি সেই…

Avatar

By

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীকে চেনেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বহু মানুষের প্রতিভা তুলে ধরেছেন সকলের সামনে। উল্লেখ্য, রানু মন্ডলের পরিচিতি এসেছিল এনার হাত ধরেই। তিনি সেই পরিচিতি ধরে রাখতে পারেননি সেটা নিজের দোষেই।

বেশ কয়েকমাস আগে চাকদহের এই গৃহবধূ নিজের গান গাওয়ার অদ্ভুত প্রতিভার জন্য সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছিলেন। অভাবের কারণে উপযুক্ত প্রশিক্ষণ পাননি তিনি। কিন্তু গান শুনে শুনে অদ্ভুত সুন্দর গান গাইতে পারেন চাকদহের এই চা বিক্রেতা বিপাশা দাস। হঠাৎ করেই একদিন সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর সহায়তায় তিনি নিমেষের মধ্যে নিজের গান গাওয়ার প্রতিভার জন্য পৌঁছে যান বহু মানুষের সামনে প্রশংসিত হন বহু গুণীজনের কাছেও। কোনরকম বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় যেকোন গানকে দিতে পারেন বিপাশা দেবী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি অতীন্দ্র চক্রবর্তীর সহায়তায় চা বিক্রেতা, গৃহবধূ বিপাশা দাস স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পেলেন। ছোট থেকে কখনো উপযুক্ত প্রশিক্ষণ না পেয়েই সুরেলা কন্ঠে গান গেয়েছেন তিনি। অনেক নেটিজেনদের মতে তার গলায় স্বরস্বতীর বাস। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও তে তার গান শুনে বোঝাই যাচ্ছে তার এই প্রতিভা জন্মগত। সম্প্রতি ‘ইন্ডিয়াটেস্ট ২৪’ নামক ইউটিউব চ্যানেল থেকে বিপাশা দেবীর গানের এই ভিডিও শেয়ার করা হয়েছে, যা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটিজেনদের একাংশের মধ্যে। আপনাদের জন্য রইল সেই ভিডিও।

ছোট থেকেই গান গাইতে পছন্দ করতেন চাকদহের গৃহবধূ, চা বিক্রেতা বিপাশা দাস। অভাবের সংসারে তার বাবা তার প্রতিভার দাম দিতে পারেননি। তাকে শেখাতে পারেননি গান। তবে গান গাওয়ার ইচ্ছেটা চিরকালই রয়ে গিয়েছিল তার মধ্যে। এদিক ওদিক থেকে গান শুনে লিরিক্স মুখস্ত করে নিজের মতো করে গান করতেন তিনি। এমনকি তিনি বিয়েও করেছেন একজন ঢোলবাদককে। এখানেও ভূমিকা রয়েছে গানের। হঠাৎ করেই এই চা বিক্রেতার ভাগ্য ঘুরে গিয়েছে। গায়িকা হিসেবে সামনে এসেছেন সকলের।

About Author