Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবৈধ সম্পর্কের জেরে নিজের পোষ্যকে ঘর ছাড়া করলেন মালিক। কি অবাক হলেন?

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মেয়ের পছন্দ করা পাত্র কে বাবার পছন্দ না হওয়ায় মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা অনেক ই শোনা যায়। কিন্তু নিজের পোষ্যের ক্ষেত্রেও যে…

Avatar

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মেয়ের পছন্দ করা পাত্র কে বাবার পছন্দ না হওয়ায় মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা অনেক ই শোনা যায়। কিন্তু নিজের পোষ্যের ক্ষেত্রেও যে একই নিয়ম থাকে তা অবাক হওয়ার বিষয়।

হ্যাঁ এটা সত্যি ঘটনা। ঘটনাটি কেরালার তিরুবনন্তপুরমের চক্কাই এলাকার। কুকুরটি ছিল পোমেরানিয়ান প্রজাতির। কুকুরটি পাড়ার এক ছোকরা কুকুরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ।যেটি তার মালিক একদমই পছন্দ করেননি, এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেরালার তিরুবনন্তপুরমের চক্কাই’য়ের ওয়ার্ল্ড মার্কেট রোডে কুকুরটিকে খুঁজে পাওয়া যায়। বর্তমানে কুকুরটি পিপলস ফর অ্যানিম্যালস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ডেরাতে আছে।

কুকুরটির গলা থেকে একটি নোট পাওয়া গেছে। আর তাতে লেখা ছিল তার মালিকের কিছু কথা। তাতে লেখা ছিল যে কুকুরটি খুবই ভালো প্রকৃতির এবং মিশুকে। আজ পর্যন্ত কুকুরটি কাউকে কামড়ায় নি ।খুব বেশি খাবারও কুকুরটি খায় না। এগুলোর পাশাপাশি তাকে বাড়ি থেকে কি কারনে বের করে দেওয়া হয়েছে সেটিও এখানে লেখা ছিল। বলা হয়েছে যে প্রতিবেশীর কুকুরের সাথে তার অবৈধ সম্পর্ক হওয়ার কারণেই তার মালিক তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিছু পশুপ্রেমী মন্তব্য করেছেন যে এই কাজটি একদম ঠিক হয়নি ।প্রজনন ঋতুর সময় কুকুরদের এরম কাজ ভুল নয়। মালিক যদি প্রজনন আটকাতে চান তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া একদমই ঠিক হয়নি।

যিনি এই কুকুরটাকে উদ্ধার করেছেন তিনি জানিয়েছেন যে তিনি যে সমস্ত কুকুরগুলোকে নিয়ে আসেন তাদের বেশিরভাগই অসুস্থ অবস্থায় নিয়ে আসেন। কিন্তু এর ব্যাপারটা একটুব্যতিক্রম। তিনি আরো বলেছেন কুকুরটি খুবই মিশুকে স্বভাবের। তাই একে খুব তাড়াতাড়ি কেউ না কেউ ঠিকই দত্তক নিয়ে নেবে।

About Author