সম্প্রতি রাজ-শুভশ্রী পুত্রকে নিজেদের বিলাসবহুল আবাসনের নীচের ছোট মাঠে ফুটবল নিয়ে নিজের মনে খেলে বেড়াতে দেখা গিয়েছে। ফুলহাতা সোয়েটারে, ফুল প্যান্টে মাথায় টুপি দিয়ে একেবারে খেলোয়াড়ের মতো করে বলে শর্ট মারতে দেখা গিয়েছে। খেলার মাঝে সুযোগ পেয়েই হামাগুড়িও দিয়ে নিয়েছেন এই একরত্তি। আবার মাঠের মধ্যে থাকা একটি উঁচু জায়গায় ওঠার চেষ্টা করেও শেষ পর্যন্ত উঠতে পারেননি তিনি। ঠান্ডার মধ্যে ফুটবল খেলতে গিয়ে ইউভানের এমন মিষ্টি কাণ্ডকারখানা দেখে আর থাকতে না পেরে মা শুভশ্রী গাঙ্গুলী সেই মুহূর্ত নিজের ক্যামেরাবন্দি করেছেন। এই মুহূর্তে সেই ভিডিও নেটিজেনদের মধ্যে তুমুল ভাইরাল হয়েছে। আবারো চর্চায় উঠে এসেছে রাজ-শুভশ্রীর এই একরত্তি।নতুন বছরের শুরুতেই শুভশ্রী গাঙ্গুলীর বেশ কয়েকটি নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যে ‘ধর্মযুদ্ধ’ অন্যতম। ইউভান জন্মবার পরে তার বাবা-মায়ের এটিই একসাথে প্রথম কাজ। অতএব, খুব স্বাভাবিকভাবেই এই দুই তারকা বেশ উচ্ছ্বসিত এবং উত্তেজিত রয়েছেন আসন্ন এই ছবি নিয়ে। সব ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের ২১ তারিখে বড়পর্দায় মুক্তি পেতে পারে এই ছবি। এছাড়াও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘হাবজি গাবজি’ ও ‘বিসমিল্লাহ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য এই মুহূর্তে অভিনেত্রীর ‘ডক্টর বক্সী’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তার প্রথম লুক ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যা বেশ পছন্দ হয়েছে সকলের।
Yuvan Chakraborty: রাজ-শুভশ্রীর রাজপুত্র খুঁজে নিল তার ভালোবাসাকে! জানলে অবাক হবেন
২০১৯'এ টলিউডের দুই পরিচিত তারকা একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা আর কেউ নন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। বিয়ের এক বছর পরেই তাদের…

By

আরও পড়ুন