Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aishwarya Rai Bachchan: পানামা পেপার্স মামলায় বচ্চন পুত্রবধূ ঐশ্বর্যকে তলব করলো ইডি

এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এলেন বলিউডের ডিভা তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।৷ পানামা পেপার্স মামলার তদন্তে বচ্চন-বধূকে সমন পাঠাল ইডি ৷ পানামা পেপার মামলায় নাম উঠলো অভিষেক…

Avatar

By

এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এলেন বলিউডের ডিভা তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।৷ পানামা পেপার্স মামলার তদন্তে বচ্চন-বধূকে সমন পাঠাল ইডি ৷ পানামা পেপার মামলায় নাম উঠলো অভিষেক বচ্চনের স্ত্রীর। সোমবার ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সংবাদসংস্থা এএনআই থেকে জানা যাচ্ছে, বিদেশে সম্পদ রাখার কারণে অভিনেত্রী ঐশ্বর্যকে তলব করা হয়েছে। সূত্রের খবর আজই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে উপস্থিত হতে হবে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনের তরফে তাঁকে তলব করা হয়েছে। এই প্রথম নয় এর আগেও অভিনেত্রীকে দু’বার তাঁকে তলব করা হয়েছিল। তবে, তখনও তিনি উপস্থিত হওয়ার জন্য সময় চেয়েছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে পানামা পেপারে নাম থাকায় আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয়েছে নওয়াজ শরিফকে। অমিতাভ বচ্চন-সহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল মোদী সরকার। পানামা পেপারের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্র জানিয়েছিল, এই বিষয়টির ওপর তারা নজর রাখছে।

মোদী সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারের তথ্যের ওপর ভিত্তি করে ইতিমধ্যে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়ে গিয়েছে। এর ফলে এই ৬২টি সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে। এর পর এই মামলা সম্পর্কে আর খবর তেমন ভাবে প্রকাশ্যে আসেনি। তবে আজ ফের এই খবরে বচ্চন-বধূ খবরের শিরোনামে এলেন।

About Author