Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভিকির সঙ্গে বিয়ে পর্ব সেরেই সলমনের কাছে ফিরছেন নববধূ ক্যাট, হৈচৈ বলিউডে

গত ৯ ডিসেম্বর ভালোবেসে রাজস্থানের সওয়াই মাধেপুরের বারওয়ারা ফোর্টে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই সেলিব্রেটি কাপলের বিয়ে ঘিরে ছিল হাই সিকিউরিটি।…

Avatar

By

গত ৯ ডিসেম্বর ভালোবেসে রাজস্থানের সওয়াই মাধেপুরের বারওয়ারা ফোর্টে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই সেলিব্রেটি কাপলের বিয়ে ঘিরে ছিল হাই সিকিউরিটি। এঁদের বিয়েতে প্রবেশ করতে দরকার ছিল বিশেষ পাসওয়ার্ড। এমনকি মোবাইল নিয়ে প্রবেশ করা ছিল নিষিদ্ধ। তবে নিজের অনুগামীদের কথা ভেবে বিয়ের দিনই বিয়ের ছবি পোস্ট করেছিলেন ভিকি ও ক্যাটরিনা। এরপর নিজেদের সঙ্গীত, গায়ে হলুদ আর মেহেন্দির ছবি শেয়ার করেছেন।

ভিকির সঙ্গে বিয়ে পর্ব সেরেই সলমনের কাছে ফিরছেন নববধূ ক্যাট, হৈচৈ বলিউডে

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজস্থানের হাইপ্রোফাইল বিয়ের আসর বলে কথা। তবে করোনা পরিস্থিতির জন্য এদের বিয়েতে বলিউডের সকলকে নিমন্ত্রণ করতে পারেনি ভিক্যাট। কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সদস্য নিয়ে মোট ১২০ জন নিমন্ত্রিত ছিলেন। তবে ভিক্যাটের বিয়ের পর এবার গ্র‍্যান্ড রিসেপশনের পালা। আর এই রিসেপশনে কোনো কিপ্টেমি করছেনা এই লাভ বার্ডস।

ইতিমধ্যে ভিক্যাট ইন্ড্রাস্টির বন্ধুদের উপহার সহযোগে নিমন্ত্রণ পত্র এবার পৌঁছে যাচ্ছে সকল সেলিব্রিটিদের দরজায় দরজায়। ফের কৌতুহলী পারদ চড়িয়ে প্রসঙ্গ সেই ভিকি ক্যাটরিনা। এবার পালা রিসেপশনের। চুপিচুপি আর প্রেম নয় বৃহস্পতিবার সামাজিক বিয়ে সেরে খুল্লামখুল্লা স্বামী-স্ত্রী ভিক্যাট। তবে বিয়ের পরই এখনই এই কাপলের কোনো হানিমুনে পরিকল্পনা নেই।

কারণ ক্যাটরিনা কাইফের সিডিউল অনুযায়ী তিনি নিজের এই বিবাহ পর্ব সেরেই যোগ দেবেন নিজের সিনেমার শ্যজটিংয়ে। আবারো ছুটি কাটিয়ে সংসার সামলে ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে মন দেবেন। বিয়ের রিসেপশন মিটলেই নিজের প্রাক্তন সলমনের সঙ্গে আবারও বিগ স্ক্রিনে ফিরবেন ক্যাটরিনা। কারণ শ্যুটিং চলছে টাইগার থ্রি”র। এখানেই আবারও একই ফ্রেমে ফিরবে পুরোনো প্রেমকাহিনি। বিয়ের পরই সেটে কাজে ফিরছেন ক্যট। তবে এই মুহূর্তে ভিক্যাট নিজেদের বৈবাহিকের বিশেষ মুহূর্ত উপভোগ করছেন।

ভিকির সঙ্গে বিয়ে পর্ব সেরেই সলমনের কাছে ফিরছেন নববধূ ক্যাট, হৈচৈ বলিউডে

About Author