‘মিস ইউনিভার্স ২০২১’এ সেরার শিরোপা পাওয়ার পর তিনি মঞ্চেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, যা অত্যন্ত স্বাভাবিক। এদিন তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গতবছরের মিস ইউনিভার্স মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজ। এবছর মিস ইউনিভার্সের প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ইজরায়েলে। সেখানেই তিনি সেরার সেরা হয় আজ সকল ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছেন। এই প্রতিযোগিতায় বিচারক আসনে ছিলেন বলিউড সুন্দরী ঊর্বশী রাউতেলা। ‘মিস ইউনিভার্স ২০২১’এর মঞ্চে ভারতের নাম শুনে তিনিও নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিলেন সান্ধুকে এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।নিজের জয়ের পর হরনাজ কৌর সান্ধু টুইটারে নিজের দু’টি ছবি শেয়ার করে সকলের উদ্দেশ্যে লিখেছেন, অবশেষে সেই দিন এসেছে! তিনি নিজের প্রিয় দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পেরেছেন এবং ‘মিস ইউনিভার্স ২০২১’এর শিরোপা জিতে নিয়েছেন। তার কথায় নিজের দেশের হয়ে সেরার শিরোপা অর্জন করা সকলেরই স্বপ্ন থাকে, তবে তিনি সেটা অর্জন করেছেন যা সত্যিই গর্বের।Finally the great day has come! I feel very fortunate to represent my beloved country, have no doubt that I will do my best to get the crown for India, that is the great goal of all, and today one of us will finally be able to fulfill it. #MissUniverse #MissIndia pic.twitter.com/JQ0xh1k49K
— Harnaaz Kaur Sandhu (@HarnaazSandhu03) December 12, 2021
চণ্ডীগড় থেকে মিস ইউনিভার্স, হরনাজ সান্ধুর গল্প হার মানাবে সিনেমাকে
মিস ইউনিভার্সের মুকুট উঠল এক ভারতীয়র মাথায়। ২০০০'এর পর আবার এই বছর, ২০২১'এ ভারত পেল সেরার মুকুট। ২০০০ সালে লারা দত্তের পর আজ ২১ বছর বাদে চণ্ডীগড়ের তরুণী হরনাজ কৌর…

By

আরও পড়ুন