Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নভন্যার জন্মদিনে মেয়ের সাথে জমিয়ে নাচ সুপারস্টার জিৎ, ফেসবুকে ভাইরাল ভিডিও

জিৎ ৷ টলিউডের হ্যান্ডসাম এই নায়কদের মধ্যে অন্যতম নাম। ২০০১ সালে রুপোলি পর্দাতে অভিনয় শুরু করেন। তাঁর অভিনীত মুক্তিপ্রাপ্ত তেলেগু এই ছবির নাম ছিল 'চাঁদু'। এই সিনেমায় এমন কিছু নাম…

Avatar

By

জিৎ ৷ টলিউডের হ্যান্ডসাম এই নায়কদের মধ্যে অন্যতম নাম। ২০০১ সালে রুপোলি পর্দাতে অভিনয় শুরু করেন। তাঁর অভিনীত মুক্তিপ্রাপ্ত তেলেগু এই ছবির নাম ছিল ‘চাঁদু’। এই সিনেমায় এমন কিছু নাম করতে পারেননি তিনি। এরপর বাংলাতে পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে ‘সাথী’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক করেন আজকের সুপারস্টার জিৎ। আর সাথী সিনেমা সেই সময় সুপার ডুপার হিট হয়। প্রথম ছবি থেকেই একেবারে মন জয় করে নিয়েছেন দর্শকদের। এরপর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন জিৎ ৷জিৎের অভিনয় কি শুধু কী দর্শকদের মন জয় করেছে। সাথে বক্স অফিসেও জিতের বাজিমাত হামেশাই লেগে থেকে ৷ যখনই জিৎ আসেন নতুন ছবি নিয়ে হইহই তো পড়েই  যায়। আর জিতের সিনেমা দেখার জন্য এক দল সিনেমা প্রেমী অপেক্ষা করে থাকেন। সিনেমার পাশাপাশি অভিনেতা একজন স্বামী আর দায়িত্বশীল বাবা৷ ২০১১ সালে ২৫ শ্ব ফেব্রুয়ারী এই হ্যান্ডসাম জিৎ মনের মানুষ মোহনাকে বিয়ে করেছিলেন । জিৎ টলিউড ইন্ডাস্ট্রির নামী নায়ক হিসেবে পরিচিতি থাকলেও তবে সেভাবে মোহনা এই ইন্ড্রাস্টির সাথে জড়িত নন৷মোহনা পেশায় একজন স্কুল শিক্ষিকা৷ তিনি ছিলেন লখনউয়ের প্রবাসী। মোহনা খুব সুন্দরী অন্যান নায়িকাদের তুলনায় । তবে কোনও দিন রুপোলি পর্দার সামনে আসেননি তিনি৷ বাড়ির সব দায়িত্ব পাশাপাশি জিৎের সকল কাজে তাঁর পাশে থেকেছেন মোহনা। বিয়ের বছর খানেক বাদে জিৎ-মোহনার জীবনে আসে তাদের ছোট্ট মেয়ে নাভন্যা৷ মেয়ে আর স্ত্রীকে নিয়ে এখন দিব্যি আছেন জিৎ। মেয়ে আর স্ত্রীর ছবি বা ভিডিও সেভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় না জিৎকে। বলা ভালো লাইমলাইট থেকে কিছুটা দূরেই থাকে টলিউডের সুপারস্টার জিৎের তনয়া আর স্ত্রী৷তবে, আর পাঁচজন তারকার মতো সেভাবে জনসমক্ষে স্ত্রী ও মেয়েকে না আনলেও কাজের ফাঁকে তার সমস্ত সময় কাটে তার স্ত্রী মোহনা এবং কন্যার সাথেই। আজ অভিনেতার আদুরে রাজকন্যা নাভন্যার জন্মদিন। এই বিশেষ দিনে জিৎের ফ্যানক্লাবের তরফ থেকে একটি মিষ্টি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে,একটা ঘরে কার্টুনের নানান চরিত্র দিয়ে সাজানো আছে। আর ছোট্ট নাভন্যা হলুদ সুন্দর একটি ড্রেস পড়ে নিজের বাবার সাথে হাসি মুখে নাচছে। আর জিৎ ও নিজের প্রিন্সেসের সাথে স্টেপ মেলাচ্ছেন। এই ভিডিও শেয়ার হতেই অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন বাবা মেয়েকে। নাভন্যার জন্মদিনে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
About Author