সম্প্রতি সঞ্চিতা বাসু (Sanchita Bashu) ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের হিট ছবি ‘ক্রান্তি’র জনপ্রিয় গান ‘দিল মে দার্দ সা জাগা হেয়’তে ইনস্টারিল বানিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছেন। রিল ভিডিওতে সঞ্চিতাকে সাদা ও কালোর কম্বিনেশনে একটি ঘাগ্রা চোলিতে দেখা গিয়েছে। খোলা চুলে ছিল বেল ফুলের মালা। ছবিতে এই গান উদিত নারায়ন ও অলকা ইয়াগ্নিকের কণ্ঠে শোনা গিয়েছিল। অন্যদিকে এই ছবিতে ববি দেওল ও আমিশা পাটেলের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। এত বছর পর সেই গানে রিল ভিডিও বানিয়ে সঞ্চিতা নামের মেয়েটি নেটনাগরিকদের একাংশের মধ্যে প্রশংসিত হলেন।
মাথায় ফুলের মালা, বাড়ির ছাদে রিল বানিয়ে নেটদুনিয়ায় প্রশংসিত হলেন সুন্দরী যুবতী
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া…

By

আরও পড়ুন