Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের একসাথে রাজা-মাম্পি জুটি, বৃষ্টিভেজা তিলোত্তমাতে রুকমার হাত ধরে রাহুল গেলেন লাঞ্চ ডেটে

প্রায় দেড় মাস হতে চললো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'দেশের মাটি'। তবু এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলী এখনো ভুলতে পারেনি অনুগামীরা। নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন…

Avatar

By

প্রায় দেড় মাস হতে চললো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। তবু এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলী এখনো ভুলতে পারেনি অনুগামীরা। নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন প্রত্যেক কলাকুশলী। এই ধারাবাহিকে নোয়া কিয়ানের পাশাপাশি রাজা মাম্পির প্রেম কাহিনিও দারুন জনপ্রিয়তা পেয়েছিল, বরং নোয়া কিয়ানের থেকে একটু বেশিই পেয়েছে। রাজা-মাম্পির চরিত্র এতটাই জনপ্রিয়তা পায় যে এদের নাম রাম্পি ফ্যান পেজ খোলা হয়েছিল। রাজা-মাম্পির অনুরাগীরা গর্ব করে নিজেদের রাম্পিয়ান ও বলতে থাকে।

এই ধারাবাহিকে রাজা আর মাম্পির চরিত্রে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রুকমা রায়। তবে কম টিআরপিত জন্য ‘দেশের মাটি’ শেষ হয়ে যায়। তবে স্টার জলসার এই অনস্ক্রিন হিট জুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমা রায়ের ধারাবাহিকে পথ চলা শেষ হয়ে যায় এই দুজনের খুব মন খারাপ হয়। লাইভে এসে অনুগামীদের মন খারাপের কথা বললেও একথাও বলেন সব কিছুর যেমন শুরু আছে তেমন শেষ ও আছে। তবু স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিক দিয়ে নিমেষে এই শেষ হওয়ায় চোখের জলে ভেসেছিল অগুণতি দর্শক। 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে আর দুঃখ নয় ফের সোমবার একসাথে দেখা দিলেন রাম্পি ওরফে রাহুল আর রুকমার। বৃষ্টিস্নাত তিলোত্তমাতে একসাথে লাঞ্চ ডেট সারলেন তাঁরা। আর নিজেদের সেই মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাহুল। রুকমার গলা জড়িয়ে এদিন তুলেছেন একটি সেলফি। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধু কী খবর বল?’… যার উত্তরও দিয়েছেন ছোট পর্দার মাম্পি। লিখেছেন, খবর তো বেশ ভালোই! এই ছবির হ্যাশট্যাগে জুড়ে দেওয়া হয়েছে লাঞ্চ শব্দটা।

ব্যাস এই ছবিটা দেখে অনুগামীরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। রাহুল-রুকমাকে একসাথে দেখতে পেয়ে ফের একবার পাগল হয়ে গিয়েছেন অনুরাগীরা। কেউ কেউ লিখলেন, ‘তোমাদের ছাড়া ভালো নেই আমরা’, ‘আবার তোমাদের একসাথে দেখতে চাই’, আবার একজন লিখলেন, ‘তোমাদের দেখে বুকটা ঠান্ডা হয়ে গেল’, আবার একজনের প্রশ্ন ‘তোমরা কি সত্যি প্রেম করছ?’-র মতো নানা কমেন্ট পড়েছে সেই ছবিতে। নিমেষে ভাইরাল হয় এই মিষ্টি পোস্ট।

উল্লেখ্য, শনিবার মাঝ রাতে রাহুলের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এখন হাসপাতালে ভর্তি। সিনেমার শ্যুটিংয়ের সময় তাঁকে এসে ধাক্কা মারে একটি বাইক। আর এই ঘটনায় গুড়িয়ে যায় ডান পায়ের হাড়। আপাতত হয়ে গিয়েছে অস্ত্রোপচার। পায়ে বসেছে প্লেট। যদিও এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি অভিনেত্রী। তবে ছেলে সহজের দেখভাল করছেন রাহুল। আর প্রাক্তন স্ত্রীর সাথে ফোনেও কথা বলছেন।

About Author