Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

OMG: অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় নিয়ন্ত্রণ হারান জন, রক্তাক্ত কঙ্গনার

বলিউডে বহু সিনেমা অভিনয় করার সময় শিল্পীরা অভিনয় করতে করতে চরিত্রের গভীরে ঢুকে পড়েন। সিনেমার পরিভাষায় যাকে বলে ‘মেথড অ্যাক্টিং’। এই ধরনের অভিনয়ের মূল মন্ত্রই হল চরিত্রের সঙ্গে নিজেকে পুরোপুরি…

Avatar

By

বলিউডে বহু সিনেমা অভিনয় করার সময় শিল্পীরা অভিনয় করতে করতে চরিত্রের গভীরে ঢুকে পড়েন। সিনেমার পরিভাষায় যাকে বলে ‘মেথড অ্যাক্টিং’। এই ধরনের অভিনয়ের মূল মন্ত্রই হল চরিত্রের সঙ্গে নিজেকে পুরোপুরি একাত্মবোধ করা। এর ফলে চরিত্রটিকে আরো গভীর ভাবে বোঝা যায়। সেই আবেগময়, দুঃখ, আনন্দের প্রতিটি অনুভূতিকে নিজের ভাবনাকে মেলানো।

অভিনেতা জন আব্রাহম বলিউডে অন্যতম ‘অ্যাকশন হিরো’ হিসেবে অনেকটাই নিজের জায়গা করে নিয়েছেন। জনও ‘মেথড অ্যাক্টিংয়ে’ বেশ পটু। সম্প্রতি জনের অ্যাকশন ছবি ‘সত্যমেব জয়তে ২’ বড় পর্দায় মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া জাগায়নি ঠিকই। তবে জনের অ্যাকশন আর এইট প্যাক দেখে অনুরাগীদের মনে ধরেছে। জন নিজের সুঠাম শরীর আর সুদর্শন চেহারার জন্য বরাবরই পর্দায় হিট হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, অভিনেতার কেরিয়ারের শুরুতে ‘জিসম’ ছবিতে প্রাক্তন প্রেমিকা বিপাশা বসুর সঙ্গে তাঁর রসায়ন দেখে অভিনেতার জন্য একরকম উন্মাদনা বেড়েছিল মহিলা ভক্তদের। বঙ্গ তনয়া বিপাশার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে জনের আবেগপ্রবণ অভিনয় মন ছুঁয়েছিল সিনেপ্রেমীদের। তবে জানেন কি আরো এ এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের অভিনয় করতে গিয়ে একটু বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।

ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন জন। এমনকি জনের আঘাত পেয়ে রক্তাক্ত হন সেই অভিনেত্রী। ইনি আর কেউ না বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াত।
‘শ্যুট আউট অ্যাট ওয়াডালা’ ছবির শ্যুটিংয়ের সময় এক ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময় এই ঘটনাটি ঘটে। এই ছবিতে এক নয় বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল জন এবং কঙ্গনার। তার মধ্যে দু’টি বেশ নিবিড় মুহূর্তের ছিল। একটি ছিল আবেগপ্রবণ চুম্বনের দৃশ্য আর অন্যটি ছিল শয্যাদৃশ্য।

জন-কঙ্গনার সে দিনের শ্যুটিং এর প্রেক্ষাপট নিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় জন বেশ আবেগপ্রবণ হয়ে গিয়ে কঙ্গনাকে আঘাত করে ফেলেছিলেন জন। তবে বলি সেলেবরা বারবার দাবি করেছেন, নিজেদের মধ্যে বোঝাপড়া বা বন্ধুত্ব না থাকলেই কখনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় অস্বস্তি বোধ করেন দু’পক্ষই। যদিও জন আর কঙ্গনার চুম্বনের দৃশ্যের শ্যুটিংয়ে তেমন কোনো সমস্যা হয়নি কারণ দুজনে খুব ভালো বন্ধু ছিলেন।

এইছবিতে জনের চরিত্রটি ছিল এক জন ‘আন্ডারওয়ার্ল্ড ডন’-এর। আর কঙ্গনা ছিলেন জনের ভালোবাসা। এই সিনেমায় শয্যাদৃশ্যের গল্পটি ছিল কঙ্গনা এবং জনের চরিত্রের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। মাঝপথে কঙ্গনাকে থামিয়ে তাঁকে চুমু খেতে শুরু করেন জন। কিন্তু বাস্তবে শ্যুটিং এর সময় জন অভিনেত্রীর হাত এতটাই জোরে চেপে ধরেন যে তাঁর হাতের চাপে নায়িকার চুড়ি ভেঙে যায়। তাঁর হাত কেটে রক্ত পড়তে শুরু করেন। তবে এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে জনের কয়েক মুহূর্ত সময় লেগে যায়। তবে দ্রুত জন নিজেকে সামলে কঙ্গনার কাছে নিজের কান্ডের জন্য ক্ষমা চেয়ে নেন অভিনেতা।

About Author