Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Krushal-Adrija: রাখঢাক ভুলে ক্রুশলের দিদির বিয়েতে অদ্রিজা, পরিবারের সাথে জমজমাটি সঙ্গীতের আসর

ভালোবাসা থাকলে সব দুরত্ব দূর হয়ে যায় তা অন্ধকার দূর করে আলোর উৎসবের দিনই এই জুটি স্পষ্ট করেছিলেন। ব্রেক-আপের জল্পনা পুরোটাই ছিল ভুয়ো। এখনো একসঙ্গেই রয়েছেন এই জুটি। হ্যাঁ ঠিক…

Avatar

By

ভালোবাসা থাকলে সব দুরত্ব দূর হয়ে যায় তা অন্ধকার দূর করে আলোর উৎসবের দিনই এই জুটি স্পষ্ট করেছিলেন। ব্রেক-আপের জল্পনা পুরোটাই ছিল ভুয়ো। এখনো একসঙ্গেই রয়েছেন এই জুটি। হ্যাঁ ঠিক ধরেছেন ক্রুশল আর অদ্রিজার কথা বলছি। যদি ক্রুশ-অদ্রিজা নিজেদের প্রেম সম্পর্কে শিলমোহর কোনওদিনই দেননি। কিন্তু তাঁদের প্রেমটা টেলিপাড়ার বরাবর ওপেন সিক্রেটই ছিল। মাঝে বিচ্ছেদের কালোমেঘ একে অপরকে ঘিরে ধরেছিল এই জুটিকে, তবে দীপাবলিতে ফের একত্রে দেখা মিলতেই এই জুটির অনুরাগীরা স্বস্তির নিশ্বাস অনুভব করে।

শুধু কি দীপাবলী এবার ক্রুশলের পারিবারিক অনুষ্ঠানে সশরীরে সামিল হলেন অভিনেতার লেডি লাভ অদ্রিজা। ক্রুশের দিদির বিয়ের সংগীত অনুষ্ঠানে সুন্দর করে সেজে হাজির হয়েছিলেন অদ্রিজা। শুধু কী উপস্থিত হওয়া? রীতিমতো সংগীতের আসর জমিয়ে দিলেন কালার্স বাংলা চ্যানেলের ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকের মৌ।আর প্রেমিকের বাড়ির অনুষ্ঠানে আনন্দ করছেন তা অভিনেত্রীর মুখ চোখে স্পষ্ট। তবে কোনওরকম রাখঢাকও নয়, বিয়ের অনুষ্ঠানের নানান মুহূর্ত নিজেই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে অনুগামীদের সাথে ভাগ করে নিয়েছেন অদ্রিজা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শীতের বিবাহবাসরে ঝলমলে সাজে সেজেছেন।অভিনেত্রী।  ক্রুশলের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে অদ্রিজা বেছে নিয়েছেন গাঢ় কমলা রঙা ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। লেহেঙ্গার উপর যে চোলি তিনি পড়েছেন তার অনেকটা সরু ফিতের শর্ট গাউন ধাঁচ দিয়ে বানানো। অন্যদিকে কালো বন্ধগলা স্যুট আর গাঢ় নীল ব্লেজারে ধরা দিলেন হ্যান্ডসাম ক্রুশল। অনুরাগীদের চোখ ধাঁধিয়ে গিয়েছে দুজনের সাজ।

প্রায় সাত মাস পর এই দীপাবলীতে সোশ্যাল মিডিয়াতেএকসঙ্গে ধরা দিয়েছিলেন দুজনে। নায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ক্রুশল-অদ্রিজার ব্রেকআপ আদতে কোনওদিনই হয়নি। দুজনের সম্পর্কের ডোর ছিল খুব মজবুত। শুধু নিজেদের প্রেমের সম্পর্ককে লোকচুক্ষর আড়ালে রাখতে চাইছিলেন। এই জন্য সোশ্যাল মিডিয়ায় দীর্ঘসময় একসঙ্গে ধরা দেননি দুজনে। সে কারণ যাই হোক ক্রুশল আর অদ্রিজার অনুগামীরা এদের দুজনকে একসাথে দেখে দারুণ খুশি পছন্দের জুটিকে ফের একসঙ্গে দেখে। তাঁদের মনে তো এখন একটাই প্রশ্ন অভিনেতার দিদির বিয়ের পর ক্রুশল-অদ্রিজার চারহাত কবে এক হবে। অবশ্য সেই উত্তর এখনো পাওয়া যায়নি।
  

About Author