Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘দিদি নম্বর ১’ মঞ্চে প্রসেনজিৎকে হুবহু করে তাক লাগালেন রুবেল দাস, মন জিতেছে দর্শকদেরও

চলতি মাসেই প্রয়াত হয়েছেন 'দিদি নম্বর ১'এর সঞ্চালিকা রচনা ব্যানার্জীর বাবা। তারপর থেকে খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে তিনি সকলের সামনে গিয়ে হাসিমুখে…

Avatar

By

চলতি মাসেই প্রয়াত হয়েছেন ‘দিদি নম্বর ১’এর সঞ্চালিকা রচনা ব্যানার্জীর বাবা। তারপর থেকে খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে তিনি সকলের সামনে গিয়ে হাসিমুখে অনুষ্ঠান সঞ্চালনা করতে পারবেন না। তার অনুপস্থিতিতেই বর্তমানে জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা সুদিপা চ্যাটার্জী ও অভিনেতা সৌরভ দাস মিলিত ভাবে সঞ্চালনা করছেন এই রিয়্যালিটি শো।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর পিকনিক স্পেশাল এপিসোডে নিজের দাদা বৌদিকে নিয়ে উপস্থিত ছিলেন ছোটপর্দা খ্যাত অভিনেতা রুবেল দাস। বর্তমানে অভিনেতা জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। ধারাবাহিকে সঙ্গীতের চরিত্রে দেখা মেলে তার। এই ধারাবাহিকে তার বিপরীতে নাম ভুমিকায় অভিনয় করতে দেখা যায় শ্বেতা ভট্টাচার্যকে। শুরু থেকেই টিআরপির দৌড়ে এই ধারাবাহিক ১-১০’এর মধ্যেই রয়েছে। ‘যমুনা ডাকি’ ধারাবাহিকের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি নিজেদের প্রিয় ছোট পর্দার নায়ককে ‘দিদি নাম্বার ১’ দেখতে পেয়ে খুশি দর্শকরাও। এই শো চলাকালীন অভিনেতার বৌদি তার বিরুদ্ধে সকলের সামনে অভিযোগ জানান। তিনি বলেন, তার দেওর অর্থাৎ রুবেলকে বিয়ের কথা বললেই সে এরিয়ে গিয়ে বারবার একই উত্তর দেয়। সে নাকি বারবার বলে, বিয়ে করলে সে ৫০ বছর পরেই করবে। কারণ অভিনেতা বিয়েতে একেবারেই বিশ্বাসী নন।

কিন্তু বর্তমানে অভিনেতা বিয়ের ধারণাটায় ধীরে ধীরে বিশ্বাসী হয়ে উঠছেন। এমনকি তিনি এও জানিয়েছেন, ৫০ বছরের আগেই তিনি বিয়ে করবেন। তবে কথাটা তিনি মজার ছলেই বলেছেন তা বুঝতে বাকি ছিল না কারোরই। অভিনেতার এমন কথা শোনার পরেই ওখানে উপস্থিত সকলেই হেসে ফেলেছিলেন।

হয়তো অনেকেই জানেন রুবেল দাস একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো ডান্সারও। ‘ডান্স বাংলা ডান্স’এর হাত ধরেই টেলিভিশন জগতে আবির্ভাব হয়েছে এই অভিনেতার। এই ডান্স রিয়্যালিটি শোয়ের পরেই ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ করেন রুবেল। এই মুহুর্তে টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন তিনি। তবে নাচের প্রতি ভালবাসাটা তার রয়ে গেছে এখনো। বিভিন্ন অনুষ্ঠানে, আওয়ার্ড ফাংশনে দেখা মেলে তার। মাঝে মাঝে ডান্স বাংলা ডান্সের মঞ্চেও দেখা যায় এই অভিনেতাকে।

তবে তিনি সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর পিকনিক স্পেশাল এপিসোডে এসে টলিউডের প্রথম সারির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নকল করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ঐখানে উপস্থিত সকলকে। ‘চিরদিনই তুমি যে আমার’ গানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হুবহু নকল করলেন রুবেল। যা দেখে বেশ মজাই পেয়েছেন সকলে। তার এমন হাবভাব দেখে মজা পেয়েছেন দর্শকরাও।

About Author