Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে খান এই পানীয়টি

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : সাধারণত রান্নায় সুগন্ধি আনতে তেজপাতা ব্যবহার করা হয়ে থাকে। তবে তেজপাতার আরও বিশেষ কিছু ব্যবহার আছে যা অনেকেরই অজানা। তেজপাতা মানসিক উদ্বেগ ও…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : সাধারণত রান্নায় সুগন্ধি আনতে তেজপাতা ব্যবহার করা হয়ে থাকে। তবে তেজপাতার আরও বিশেষ কিছু ব্যবহার আছে যা অনেকেরই অজানা। তেজপাতা মানসিক উদ্বেগ ও রক্তচাপ কমাতে উপকারী। তেজপাতার মধ্যে থাকা মাইক্রেন ও ইউজেনল প্রদাহরোধী হিসেবে কাজ করে। এছাড়া তেজপাতার পানীয় শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে। আসুন জেনে নিই কিভাবে তৈরি করবেন এই তেজপাতার পানীয়টি-

তেজপাতার পানীয় তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে দুই কাপ জল নিয়ে সেটিকে তিন থেকে পাঁচ মিনিট গরম করুন। গরম হয়ে গেলে পাত্রটি ওভেন থেকে নামিয়ে এরমধ্যে তিন-চারটি তেজপাতা পাঁচ-সাত মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিন। পাঁচ-সাত মিনিট পর তেজপাতা গুলি জল থেকে সরিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ মধু মিশিয়ে নিলেই তৈরি তেজপাতার পানীয়। সকালে খালি পেটে এই পানীয়টি পান করতে পারেন। এটি শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণে কার্যকর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া মানসিক চাপ ও উদ্বেগ কমাতে তেজপাতা পোড়ানোর বিষয়টি বহু পুরনো প্রচলিত। তেজপাতার মধ্যে রয়েছে পাইনেন, চাইনেওল ও লাইনেলল যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। তেজপাতা পুড়িয়ে তার গন্ধ গ্রহণে মানসিক চাপ কমে। এটি মস্তিষ্ককে শান্ত ও উদ্বেগহীন রাখে।

About Author