Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sreelekha Mitra: ‘তোমার মায়া ত্যাগ করতেই হবে’, ধূমপান না করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শ্রীলেখা

শ্রীলেখা মিত্র টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বহু বছর ধরে টেলিভিশন এবং সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর বয়স বাড়লেও চিররঙিন থাকতে ভালোবাসেন। টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা…

Avatar

By

শ্রীলেখা মিত্র টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বহু বছর ধরে টেলিভিশন এবং সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর বয়স বাড়লেও চিররঙিন থাকতে ভালোবাসেন। টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রীর মধ্যেও শ্রীলেখার নাম আসবে। তিনি বরাবর সোজা কথা সোজাভাবে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী বহুবার যৌনতা, প্রেম, পরকীয়া নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি। মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে নানান বিতর্কেও জড়ান অভিনেত্রী। তবে সেই সব বিতর্ক নিয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।

তবে এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শ্রীলেখা। ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যানসার হয়’, একথা আমি আপনি প্রত্যেকেই জানি। তবে মানি কজন। এদিজে ছবির শুরুতে প্রতিদিন এই নীতি কথা দেখে থাকি। তবে ধূমপান ছাড়বার কথা ভাবতেই পারেন না একদল মানুষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শ্রীলেখা অন্যদের মতো ধূমপান করেন এবার এই বদ অভ্যাস চিরতরে ছাড়তে চাইছেন শ্রীলেখা। বুধবার অভিনেত্রীর আচমকা উপলব্ধি ‘আর সিগারেট খাব না’। তবে পাশাপাশি ফেসবুকের দেওয়ালে শ্রীলেখা এটাও স্পষ্ট করে লেখেন তাঁর সিগারেটের প্রতি আসক্ত হওয়ার জন্য শোবিজ দুনিয়ার কোনও যোগ নেই। তিনি কলেজ জীবন থেকেই ধূমপানের প্রতি ঝুঁকে পড়েছিলেন তিনি। এত বছর পর তিনি পুরোপুরি মুক্তি চান এই খারাপ অভ্যাস থেকে। 

কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত? অনেকের মনে হচ্ছে। এক সাক্ষাৎকারে শ্রীলেখা জানালেন, ‘তাঁর কথা বলতে কষ্ট হচ্ছে। সারাক্ষণ গলায় অদ্ভূত অস্বস্তি। দম নিয়েও সমস্যা হচ্ছে। সারাক্ষণ বুকে যেন চাপ ধরা ভাব’। চিকিৎসকের কাছে গেলে সবার প্রথম যে তাঁকে ধূমপানে নিয়ন্ত্রণ আনবার কথা বলা হবে তাই শ্রীলেখা নিজে থেকে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। 

এদিন নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডের দেওয়ালে শ্রীলেখা লেখেন, ‘সিগারেট ছাড়তে চাই। এই ব্যাড হ্যাবিট-টা আমার কলেজের দিনে, না সিনেমায় এসে সিগারেট ধরিনি। বাবার কাছে বকুনি সাথে এক দুবার মারও খেয়েছি। মোগাম্বোর মতো ছিল বাবা তখন। সেই বাবা আবার আমার কাছ থেকে সিগারেট চুরি করেও খেয়েছিল, এইরকম রিলেশন ছিল আমাদের। কিন্তু সত্যি এবার ছাড়ব… ছাড়বই’। তিনি আরও লেখেন, ‘অনেক সুখ-অসুখ, প্রাপ্তি-অপ্রাপ্তি, বেড়ে উঠা, বুড়ো হয়ে উঠা- সবটা জুড়ে তুমি ছিলে, আছো এখনো, তবে এবার তোমার মায়া ত্যাগ করতেই হবে… দুটোই বড় কষ্টের সিগারেট, বোঝোতো… সবই মায়া’।  এরপর অনেকেই অভিনেত্রীকে ধূমপান ছাড়ার সিদ্ধান্তে প্রশংসা করেন আবার অনেকে ট্রোলড করেন।

About Author