Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দৈনিক ৫ ঘন্টা বা তার বেশি মোবাইল ব্যবহার করলে ওজন বাড়ার ঝুঁকি বাড়ে

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ওজন বেড়ে যাওয়া নিয়ে আমরা সকলেই চিন্তিত থাকি। ওজন যাতে বেশি পরিমাণে বেড়ে না যায় সেদিকে আমাদের সকলেরই নজর থাকে। কিন্তু জানেন কি,…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ওজন বেড়ে যাওয়া নিয়ে আমরা সকলেই চিন্তিত থাকি। ওজন যাতে বেশি পরিমাণে বেড়ে না যায় সেদিকে আমাদের সকলেরই নজর থাকে। কিন্তু জানেন কি, দৈনন্দিন ৫ ঘন্টা বা তার বেশি মোবাইল ফোন ব্যবহার করলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে? সম্প্রতি একটি গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য প্রমাণিত হয়েছে।

সম্প্রতি কলম্বিয়ার একদল বিজ্ঞানী প্রায় ১৫০০ ছেলে মেয়ে যাদের বয়স ১৯ থেকে ২০ এর মধ্যে তাদের উপর একটি সমীক্ষা চালায়। ৯০০ জন মেয়ে এবং ৬০০ জন ছেলের উপর চালানো হয় এই সমীক্ষাটি। তাতে মোবাইল ফোন ব্যবহারের ফলে ওজন বাড়ে কিনা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। কলম্বিয়ার ‘সাইমন বলিভার ইউনিভার্সিটি’র বিজ্ঞানীদের মতে, দৈনিক পাঁচ ঘণ্টা বা তার বেশি মোবাইল ফোন ব্যবহারের কারণে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে ৪৩ শতাংশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গবেষনায় বলা হয়েছে মোবাইল ফোন ব্যবহারের ফলে বসে থাকার জন্য শারীরিক কর্মকাণ্ড কম হয়। ফলে ওজন বেড়ে যাওয়া, অল্প বয়সে মৃত্যু, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। বিজ্ঞানীদের মতে, বিভিন্ন উপযোগিতা, সহজে বহনযোগ্য, অধিক সেবা, তথ্য ও বিনোদনের মাধ্যম হিসেবে আকর্ষণীয় করলেও, জনসাধারণকে মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেসকল সমস্যা সৃষ্টি হয় সে বিষয়ে সতর্ক হতে হবে। তাঁরা আরও বলছেন, যদি পর্যাপ্ত মাত্রায় শারীরিক কর্মকাণ্ডের অভ্যাস গড়ে তোলা না যায় তবে স্থূলতা এবং এই সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির মাত্রা বাড়তেই থাকবে।

About Author