Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Iman Chakraborty:ক্যামেরার সামনেই চকাত করে স্বামী নীলাঞ্জনকে চুমু খেল ইমন! রইলো ভিডিও

টলিপাড়ার মিষ্টি কাপলদের মধ্যে নাম আসে ইমন চক্রবর্তী আর নীলাঞ্জন ঘোষ। তাঁরা যে শুধু একসাথে গান বাঁধেন তা নয়, বরং চুটিয়ে উপভোগ করেন একে-অপরের সঙ্গ বছরের শুরুতে ২রা ফেব্রুয়ারী বিয়ে…

Avatar

By

টলিপাড়ার মিষ্টি কাপলদের মধ্যে নাম আসে ইমন চক্রবর্তী আর নীলাঞ্জন ঘোষ। তাঁরা যে শুধু একসাথে গান বাঁধেন তা নয়, বরং চুটিয়ে উপভোগ করেন একে-অপরের সঙ্গ বছরের শুরুতে ২রা ফেব্রুয়ারী বিয়ে করেছেন ইমন- নীলাঞ্জন। দুবছর চুটিয়ে প্রেম করে সাতপাকে বাঁধা পড়েছেন। এই বিয়েতে ছিল দারুণ জাঁকজমক। রাজকীয় ভাবে হাওড়ার রাজবাড়িতে টলি পাড়ার সব সেলেবরাই নিয়ে মনের মানুষের সাথে গাঁটছাড়া বাঁধেন ইমন। বিয়ের পর থেকে চুটিয়ে সংসার ও গান নিয়েই আছেন গায়িকা। দেখতে দেখতে এই জুটির বৈবাহিক সম্পর্ক ৯ মাস অতিক্রম হয়ে গিয়েছে।

এই ক’মাসে নীলাঞ্জনকে আরো কাছ থেকে জেনেছেন গায়িকা। সম্প্রতি এক রিয়ালিটি শোতে এসে তিনি বলেন, নীলাঞ্জন নাকি খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলতে ভালবাসে। তাঁর গায়ক স্বামী নাকি খুব কঠোর । নীলাঞ্জন খুব স্বাস্থ্য সচেতন। এমনকি ইমনের দৈনন্দিন খুঁটিনাটি বিষয়ও নজর রাখেন নীলাঞ্জন। গায়িকার খাবার থেকে যোগ ব্যায়ামের সব খেয়াল রাখেন। ডায়েট মাফিক স্ত্রীকে খেতে বলেন। এমনকি বন্ধুবান্ধব মিলে পার্টি করলে নীলাঞ্জন ‌খেয়াল রাখেন, ইমন যেন বেশি চিৎকার করে নিজের গলা না খারাপ করে ফেলেন। তেমনি ইমন অভিযোগ জানান, তাঁর স্বামী বড্ড কম কথা বলেন, প্রায় ঠেলে ঠেলে কথা বলাতে হয়। 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Iman Chakraborty:ক্যামেরার সামনেই চকাত করে স্বামী নীলাঞ্জনকে চুমু খেল ইমন! রইলো ভিডিও

নিজেদের দাম্পত্য জীবন দারুণভাবে উপভোগ করছেন তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ইমন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নানা মজার মজার ছবি আর ভিডিও শেয়ার করেন গায়িকা। সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে টুক করে নীলাঞ্জনের গালে একটা চুমু খেয়ে বসলেন ইমন। আর তা দেখে অনেকেই হতবাক। অনেকে এদের ভালোবাসা দেখে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই চুমু খাওয়ার ভিডিও।

কিছুদিন আগে সঙ্গীতশিল্পী আরশাদ আলির সঙ্গে একটি গানে কাজ করেছেন জাতীয় পুরষ্কারসেটারই টিজার শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ‘স্বদেশ’ থেকে  এআর রেহমানের ‘আহিস্তা আহিস্তা’ গানটি রিক্রিয়েট করেছেন ইমন, নীলাঞ্জন ও আরশাদ মিলে। এই গানের শ্যুট হয়েছে দার্জিলিংয়ে। ইমন চক্রবর্তী প্রোডাকশন থেকে প্রকাশ্যে এসেছে এই গানটি।

About Author