Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nusrat Jahan: স্পোর্টস ব্রা-তে হট লুকে ঈশানের মাম্মা, ‘আমাকে কি একইরকম ভালোবাসবে?’ প্রশ্ন নুসরতের

ছেলের বয়স সবে আড়া মাস। কিন্তু ছেলের এক মা হওয়ার আগে পুরোদমে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। হ্যাঁ ঠিক ধরেছেন নুসরত জাহানের কথা বলছি। এমনকি ঈশানকে দিন কয়েকের জন্য কলকাতায় রেখে…

Avatar

By

ছেলের বয়স সবে আড়া মাস। কিন্তু ছেলের এক মা হওয়ার আগে পুরোদমে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। হ্যাঁ ঠিক ধরেছেন নুসরত জাহানের কথা বলছি। এমনকি ঈশানকে দিন কয়েকের জন্য কলকাতায় রেখে কাশ্মীরে স্বামীর শ্যুটিংয়েও গিয়েছিলেন নুসরত। ঈশানের প্রসবের দু-সপ্তাহের স্যালোঁর লঞ্চে হাজির হয়েছিলেন নুসরত। যা দেখে হতভম্ব হয়েছিল সকলেই। এমনিতে নুসরত মা হওয়ার পর তাঁর খুব বেশি বেবি ফ্যাট গায়ে লাগেনি। তবে নিজেকে আগের মতোই তন্বী আর ফিট রাখতে কোনও খামতি রাখছেন না নুসরত। চিকিৎসকদের পরামর্শ মেনেই পুরোপুরি শরীরচর্চা আর জিম করছেন।

বুধবার সকালে কালো রঙা স্পোর্টস ব্রাতে সদ্যই নিজের চাবুক ফিগারের নতুন ছবি শেয়ার করেছিলেন নুসরত। আর তাতেই অভিনেত্রীর পোস্ট ওয়ার্ক আউট গ্লো ঝরে পড়ছে নায়িকার। আর বুধবার জিম করবার ফাঁকে একটি নতুন রিল ভিডিও বানিয়ে ফেললেন অভিনেত্রী। আর নুসরতের সেই ‘ফাঁকিবাজি’ আর কুল মুহূর্ত দেখে ‘মরি মরি যাই’ বলছেন পুরুষ অনুগামীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Nusrat Jahan: স্পোর্টস ব্রা-তে হট লুকে ঈশানের মাম্মা, ‘আমাকে কি একইরকম ভালোবাসবে?' প্রশ্ন নুসরতের

এদিন জনপ্রিয় সিটি ও অ্যাডাম লিভাইনের ‘লকড অ্যাওয়ে’ গানে রিল ভিডিও বানালেন নুসরত। এই গানে গানেই নায়িকার প্রশ্ন, আমি যদি নিজের খামতিগুলো মেলে ধরি, যদি আমি মনের জোর ধরে রাখতে না পারি, সত্যি বলো তাহলেও কি আমাকে আগের মতোই ভালোবাসবে?’ তবে প্রশ্ন একটাই কার উদ্দেশে এই বার্তা দিলেন নুসরত? ইনস্টা ফলোয়ারদের জন্য নাকি ঈশানের পাপার জন্য? তা স্পষ্ট করেননি নায়িকা। 

উল্লেখ্য,প্রযোজক এনা সাহার নতুন ছবিতে তিন নম্বর বার জুটি বাঁধতে চলেছেন যশরত, আর সেই ছবির একটি গানেরই শ্যুটিং সারতে গিয়েছিলেন যশরত। কাশ্মীরে গেলেন। কলকাতায় ফিরেই ‘জয় কালী কলকত্তাবালী’র শ্যুটিংয়ে যোগ দিয়েছেন নুসরত। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয় কেরিয়ার, সাংসদীয় দায়িত্ব এবং ঈশানের মায়ের ভূমিকা পালন করতে গিয়ে কষ্ট হচ্ছে তবে ‘কর্মই ধর্ম’ এটা মনেপ্রাণে বিশ্বাস করেন তিনি। তাই তো দিনের অর্ধেকটা সময় নিজের সন্তানের জন্য, এবং বাকি সময়টা কাজের জন্য তুলে রাখছেন। ঈশানের মায়ের ভূমিকা প্রতি মুহূর্তে উপভোগ করছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আগের থেকে কাজে এলে একটা জিনিস পালটেছে, এখন প্যাক-আপ করে বাড়ি ফেরবার তাড়া সবসময় থাকে। আসলে ঈশান যত না তাঁর জন্য অপেক্ষা করে, কিনি তার চেয়ে বেশি উদগ্রীব থাকি ওকে কোলে নেওয়ার জন্য’।

About Author