Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Raja-Mampi: শেষের পথে ‘দেশের মাটি’, লাইভে এসে মাম্পির উদ্দেশ্যে রাজা বললেন, ‘পাগলিকে দেখতে পাব না রোজ’

চলতি বছরের শুরুতে স্টার জলসায় এক্কেবারে যৌথ পরিবারের ভিন্নধর্মী কাহিনি নিয়ে শুরু হয়েছিল 'দেশের মাটি' ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলী নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে।…

Avatar

By

চলতি বছরের শুরুতে স্টার জলসায় এক্কেবারে যৌথ পরিবারের ভিন্নধর্মী কাহিনি নিয়ে শুরু হয়েছিল ‘দেশের মাটি’ ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলী নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে নোয়া কিয়ানের পাশাপাশি রাজা মাম্পির প্রেম কাহিনিও দারুন জনপ্রিয়তা পেয়েছে, বরং নোয়া কিয়ানের থেকে একটু বেশিই পেয়েছে। রাজা-মাম্পির চরিত্র এতটাই জনপ্রিয়তা পায় যে এদের নাম রাম্পি ফ্যান পেজ খোলা হয়। রাজা-মাম্পির অনুরাগীরা গর্ব করে নিজেদের রাম্পিয়ান ও বলতে থাকে।

Raja-Mampi: শেষের পথে ‘দেশের মাটি’, লাইভে এসে মাম্পির উদ্দেশ্যে রাজা বললেন, ‘পাগলিকে দেখতে পাব না রোজ’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ধারাবাহিকে রাজা আর মাম্পির চরিত্রে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রুকমা রায়। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল টিআরপি কম থাকায় ‘দেশের মাটি’ শেষ হয়ে যাবে। অবশেষে দর্শকদের আশঙ্কা সত্যি করে শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিক। দুদিন আগেই সাড়ে ছ’টার স্লটে ‘খুকুমণি হোম ডেলিভারি’-র প্রোমো দেখানো হয়েছিল৷ অবশ্য তাতে অনেকেই ভেবেছিলেন ‘দেশের মাটি’-র সময় পরিবর্তিত হয়ে অন্য স্লটে হবে। কিন্তু না পশেষ অবধি তাঁদের ধারণাই সত্যি হল। এবার সে কথা নিজেই জানালেন রাজা মাম্পি।

Raja-Mampi: শেষের পথে ‘দেশের মাটি’, লাইভে এসে মাম্পির উদ্দেশ্যে রাজা বললেন, ‘পাগলিকে দেখতে পাব না রোজ’

এই ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে আসতেই
কেঁদে ভাসাচ্ছেন রাহুল-রুকমার অনুগামীরা। এমনকী, ‘মরে যাব তোমদের না দেখলে’ একথাও জানান কেউ কেউ। আর সবার মন খারাপকে সামাল দিতে শুক্রবার ইনস্টা লাইভে এসেছিলেন রাজা মাম্পি। কী বললেন তাঁরা? রাহুলের বক্তব্য, ‘সব ভালো জিনিসেরই তো একদিন শেষ থাকে। এটারও তাই।’ তারপরেই রুকমা বললনে, ‘শেষ তো একদিন হতই। হয়তো একটু তাড়াতাড়ি শেষ হল, এই যা’। সঙ্গে রাহুল জানালেন, ‘ সকলেই বারবার বলছে তাঁদের জুটি আবার দেখতে চান। বিশ্বাস করুব সেটা হলে তাঁর থেকে বেশি খুশি আর কেউ হবে না! এই পাগলিটাকে সেটে এসে রোজ দেখতে পাবেননা, ভাবলেই মন খারাপ হচ্ছে। খুব ভালোবাসি ওকে।’

আর রুকমা জানালেন, ‘তিনি এত ধারাবাহিকে কাজ করেছেন, কিন্তু এই একটা ধারাবাহিক যেটা তিনি রোজ দেখতেন হটস্টারে। এই কাজটা তাঁর কাছে খুব স্পেশ্যাল ছিল।’ মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল রাজা-মাম্পি অর্থাৎ রাহুল-রুকমার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। যদিও সে দাবি পুরোপুরি দিয়ে রুকমা জানিয়েছিলেন, ‘রাহুল দা তাঁর ইন্ডাস্ট্রিতে সিনিয়ার। রোজ অনেক কিছু শেখেন। ভালোবাসেন, শ্রদ্ধা করেন। কিন্তু তাতে কোনও প্রেম নেই।’ আর রাহুল তো হেসেই উড়িয়ে দিয়েছেন সে গুজব!

About Author