Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Neel Bhattacharya: স্নিকার্স পরে মা দুর্গার সামনে নাচ অভিমন্যুর! ট্রোলড হলেন অভিনেতা নীল

নীল ভট্টাচার্য! টেলিপাড়ার অতি রিচিত মুখ। গত সেপ্টেম্বরেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘উমা’ ধারাবাহিক। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটু ভিন্ন স্বাদ নিয়ে তৈরী হয়েছে এই ধারাবাহিকের চিত্রনাট্য। আর এই…

Avatar

By

নীল ভট্টাচার্য! টেলিপাড়ার অতি রিচিত মুখ। গত সেপ্টেম্বরেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘উমা’ ধারাবাহিক। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটু ভিন্ন স্বাদ নিয়ে তৈরী হয়েছে এই ধারাবাহিকের চিত্রনাট্য। আর এই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে নীলকে। উমার পাশাপাশি অভিনয় করছেন কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিলের চরিত্রে। একই চ্যানেলে দুটি সম্পূর্ণ পৃথক চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য।

একদিকে শ্যামার বয়স্ক স্বামী আর দুই ছেলে মেয়ের বাবার চরিত্রে তো আরেক দিকে ইয়াং জঅভিমন্যু রূপে। এই নতুন ধারাবাহিকের শুরু থেকেই নীলের অভিনয় আবারো এক আলাদা মাত্রা এনে দিয়েছে। একদিকে আছে পাগলামি অন্যদিকে কর্তব্য। সব মিশিয়েই দেখানো হয়েছে অভিমন্যুর চরিত্রটিকে। ইতিমধ্যে দর্শকদেরও বেশ পছন্দ হয়ে উঠেছে অল্প কয়েক দিনেই। আর কতটা পছন্দ হয়েছে তা প্র‍তি সপ্তাহে টিআরপি তালিকা বলে দিয়েছে। এক্কেবারে প্রথমেই সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুর্গাপুজো শেষ, তবে শারদীয়ার আমেজ এখনও ভরপুর বজায় রয়েছে সকলে। পুজো শেষ হলেও এখনো ধারাবাহিকের সুবাদে ফের একবার পুজোর আমেজে ডুব দেবে বাঙালী মা কাকিমা। উমাতেও এখন দুর্গাপুজোর মরশুম চলছে। এরই মাঝে ছোট্ট ভুলের জন্য নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন অভিনেতা নীলকে। অভিনয়ের পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় এই টেলি তারকা। নীল-তৃণার রিল ভিডিও মানে সুপারহিট ইনস্টাগ্রামে।

শুধু কী তৃণা সুযোগ পেলেই শ্যুটিংয়ের ফাঁকে কো-স্টারদের নিয়ে সেটেই নানান মজার রিল ভিডিও তৈরি করেন সকলের প্রিয় অভিমন্যু। সোমবার জি বাংলার ইনস্টাগ্রামের দেওয়ালে টিম উমাকে পুজো স্পেশ্যাল গানে নাচতে দেখা গেল। কন্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের জনপ্রিয় গান ‘ঢাক বাজা কাঁসর বাজা’ গানে জমিয়ে নাচলেন গল্পের তি প্রধান চরিত্র উমা,অভিমন্যু আর আলিয়া ওরফে শিঞ্জিনী, নীল ও শ্রীতমা। শ্যুটিং সেটে রাখা মা দুর্গার প্রতিমার সামনে জমিয়ে নাচল এই তিন কলাকুশলী। অনেকেই এদের নাচের প্রশংসা করলো।

তবে অনেকে ট্রোলড আর কটুক্তি করলেন। কিন্তু কেন? এই ভিডিয়োতে সবই ঠিক ছিল গণ্ডোগোল বাঁধে অন্য জায়গায়৷ এই ভিডিয়োতে শিঞ্জিনী ও শ্রীতমা খালি পায়ে নাচলেও স্নিকার্স পরেই মায়ের মূর্তির সামনে নাচতে দেখা গেল অভিনেতা নীলকে। আর এই বিষয়টা নজর এড়ায়নি একদল নীতি পুলিশদের। ব্যস এরপরেই নীতি বাক্য শুরু। কেউ কেউ সরাসরি কটাক্ষ করে বলেছেন- ‘বাহ বাহ মায়ের সামনে জুতো পরে নাচ, এটাই দেখা বাকি ছিল’। অনেকে আবার বলেছেন- ‘জুতোটা খুলে নাচলে ভালো হত, মা দুর্গার সামনে নাচলে তো জুতো পরা যায় না’। অবশ্য অভিনেতা এই ট্রোলের কোনো উত্তর দেননি। তবে এই ভিডিয়োটি বেশ ভাইরাল হয়।

Neel Bhattacharya: স্নিকার্স পরে মা দুর্গার সামনে নাচ অভিমন্যুর! ট্রোলড হলেন অভিনেতা নীল

About Author