উল্লেখ্য,ঋতাভরীও একটা লম্বা ব্রেকের পর ফের নতুন করে কাজ শুরু করেছেন। কয়েক মাস আগে অভিনেত্রীর শারীরিক অসুস্থতার কারণে পরপর দু’বার অস্ট্রোপচার হয়েছে। আপাতত বেশ খানিকটা সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বেশ কয়েকটি বিজ্ঞাপনের শ্যুট করেছেন। সিনেমার কাজেও হাত দিচ্ছেন। মাঝে অভিনেত্রী অসুস্থ হওয়ায় বেশ ওজন বেড়েছিল। এর জন্য মাঝে ট্রোলড ও হয়েছিলেন। তবে এর স্পষ্ট উত্তর দিয়েছিলেন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই বছরেই ডাক্তার বন্ধু তথাগতর সঙ্গে এনগেজমেন্ট হওয়ার কথা রয়েছে ঋতাভরীর। তারপর নিজেদের বাড়িতেই লিভ ইন এ থাকবেন। এরপর ২০২২ বা ২৩ সালে সাত পাকে বাঁধা পড়তে পারেন।
Ritabhari-Jeet: সুপার স্টার জিৎকে দেখেই ‘আয় না কাছে রে’ আবদার করে বসলেন ঋতাভরী! রইলো ভিডিও
ঋতাভরী চক্রবর্তী! এক সময় টেলিভিশন ধারাবাহিক দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন ঋতাভরী। বর্তমানে টলিউডের পাশাপাশি বলিউডে হিন্দি সিনেমাতে অভিনয় করছেন অভিনেত্রী। তারই সাথে নিজে গান লিখে কন্ঠ মেলাচ্ছেন। আবার…

By

আরও পড়ুন