Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Syed Arefin: বাস্তবে প্রেম করছে শান্টু! নিজের প্রেমকে শিলমোহর দিলেন অভিনেতা সৈয়দ আরেফিন

গত বছর নভেম্বর মাসের শেষে স্টার জলসায় শুরু হয় পাড়ার এক গুন্ডার হঠাৎ করে বড়লোক বাড়ির মেয়ের সাথে বিয়ে হওয়া একটি গল্প। শ্রেণিবৈষম্যের প্রেক্ষাপটে অন্য ধাঁচের প্রেমের গল্প বলতেই এই…

Avatar

By

গত বছর নভেম্বর মাসের শেষে স্টার জলসায় শুরু হয় পাড়ার এক গুন্ডার হঠাৎ করে বড়লোক বাড়ির মেয়ের সাথে বিয়ে হওয়া একটি গল্প। শ্রেণিবৈষম্যের প্রেক্ষাপটে অন্য ধাঁচের প্রেমের গল্প বলতেই এই খেলাঘর ধারাবাহিক শুরু হয়। ভাগ্যের কারণেই শান্তু ও পূর্ণার জীবনে আসে নানা ঘটনা। সময় যত বয়েছে একে অপরকে ভালোবেসে কাছে। পর্দায় শান্টু এবং পূর্নার প্রেম হিট এখন যদিও শান্টু গুন্ডা তার ভালোবাসার মানুষ পূর্নার প্রেমে নিজেকে অনেকটা বদলে দিয়েছে। পূর্ণার ভালবাসা পেয়ে তাদের প্রেমপর্ব দেখেছেন দর্শকেরা।

তবে এখন ধারাবাহিকে বিশেষ কিছু কারণে শান্টু এবং পূর্না একে অপরের থেকে অনেকটা দূরে আছে। কিন্তু বাস্তবে নিজের মনের মানুষের খুব কাছাকাছি রয়েছেন সৈয়দ আরেফিন। প্রথমবার নিজের প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন খেলাঘর খ্যাত অভিনেতা সৈয়দ আরেফিন। পর্দার মত এবার বাস্তবে এমনই একজন ভালোবাসার মানুষকে সারাজীবনের মতো খুঁজ্র পেয়ে গেছেন অভিনেতা সৈয়দ আরেফিন। সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার মানুষ তানিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে একটি রোমান্টিক ভিডিও পোস্ট করে প্র‍থম নিজের ভালোবাসার কথা জানান। সৈয়দ লিখেছেন, ‘যদি আমি জানি ভালোবাসা কি, তা শুধু তোমার কারনেই জানি’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রবিবার ইনস্টাগ্রামে একটি রোম্যান্টিক রিল ভিডিয়ো পোস্ট করে প্রেমিকার সঙ্গে অনুরাগীদের পরিচয় করালেন শান্টু। এই দিন পাহাড়ি রাস্তায় সেলফি ক্যামেরায় তোলা একটি রোম্যান্টিক ভিডিও শ্যুট করলেন। ভিডিয়োতে দূর থেকে এসে আরেফিনকে জড়িয়ে ধরতে দেখা গেল তানিয়াকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিত সিং এর গলায় ‘দেখা হাজারো দফা আপকো’ গান। ভিডিয়োর ক্যাপশনে আরেফিনের স্বীকারোক্তি ‘যদি আমি জেনে থাকি ভালোবাসা কী, তা শুধু তোমার কারনেই’। ব্যাস এই ভিডিও দেখে আর কারোর বোঝার উপায় নেই ইনি কে হন অভিনেতার।

এরপর এই ভিডিও শেয়ার হতেই কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়, এক অনুরাগী লিখেছেন ‘অবশেষে আজ বৌদির দেখা পেলাম, অনেক অভিনন্দন দুজনকে’। অপর একজন লিখেছেন- ‘রব নে বানাদি জোড়ি, একসঙ্গে খুব ভালো থাকো তোমরা’।  সকলেই সৈয়দের রিল জুটিকে ভালোবাসা জানিয়েছেন। দুর্গা পুজোর ছুটি পেয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন সৈয়দ। আর সেখান থেকেই নানান ছবি পোস্ট করছিলেন তিনি। তবে অনেকেই অভিনেতার সফরসঙ্গীর সঙ্গে পরিচয় কর‍তে চেয়েছিলেন। অবশেষে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সৈয়দ আরেফিন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও। এখন সৈয়দ আরেফিন এবং তানিয়া মুখোপাধ্যায় দারুণ সময় কাটাচ্ছেন পাহাড়ে।

নিজের লাভ লাইফটা বরাবর সিক্রেট রেখেছিলেন সৈয়দ। প্রশ্ন করলে বারংবার বলতেন- ‘তিনি সিঙ্গল’। জানা গিয়েছে, তানিয়া সরকারি চাকরি করেন, গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত নন শান্টুর মনের মানুষ। তবে শরীরচর্চা করতে দারুণ ভালোবাসেন তিনি আর ঘুরে বেড়াতে দারুণ ভালোবাসেন। প্রেম সম্পর্কে সিলমোহর তো দিয়েদিলেন আরেফিন, তবে তানিয়ার সঙ্গে তাঁর প্রেমের কাহিনিটা জানতে এখনো বাকি আছে। আর তা জানার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। 

Syed Arefin: বাস্তবে প্রেম করছে শান্টু! নিজের প্রেমকে শিলমোহর দিলেন অভিনেতা সৈয়দ আরেফিন

About Author