Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Katrina Kaif -Vicky Kaushal: তাহলে কি সম্পর্কে স্বীকৃতি? ‘শীঘ্রই বাগদান সারব’, বিয়ে নিয়ে অকপট ভিকি

সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ভিকি কৌশ অভিনীত 'সর্দার উধম সিং'। আর এই সিনেমা মুক্তির আগেই গত শুক্রবার ই বলি ন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করেছিলেন ভিকি।…

Avatar

By

সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ভিকি কৌশ অভিনীত ‘সর্দার উধম সিং’। আর এই সিনেমা মুক্তির আগেই গত শুক্রবার ই বলি ন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করেছিলেন ভিকি। সেই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন ভিকির বিশেষ বান্ধবী তথা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডে কান পাতলেই দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। অবশ্য এই দিন এই সিনেমার স্ক্রিনিং-এ এসেছিলেন বলিউডের আরও এক রিউমরড নিউলি কাপল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। শোনা যাচ্ছে বর্তমানে তাঁরা সম্পর্কে আছেন।

ক্যাটরিনা নিজের বিশেষ বন্ধুর বিশেষ দিন এক‌টি ডেনিম শর্ট স্কার্ট ও টপ আর পায়ের কালো বুট পড়ে এসেছিলেন। অন্যদিকে কিয়ারা একটি সালোয়ার স্যুট পরে এসেছিলেন এবং সিদ্ধার্থ ছিলেন ক্যাসুয়াল পোশাকে। তবে ভিকির স্পেশাল স্ক্রিনিং এ ক্যাটরিনার উপস্থিতি এদের৷ প্রেমের সম্পর্কের নতুন করে জল্পনা বাড়িয়েছে। এর আগেও সিদ্ধার্থ ও কিয়ারার ছবি শেরশাহ-র স্ক্রিনিংএ ক্যাটরিনা ও ভিকি একসাথে উপস্থিত হয়েছিলেন। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় এই জুটিকে একসঙ্গে ফ্রেম বন্দি করা যায়নি। নিজেদের সম্পর্ক নিয়েও বরাবরই কুলুপ এঁটে থাকেন ক্যাট আর ভিকি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অবশ্য মাস কয়েক আগে হর্ষবর্ধন কাপুর এই সম্পর্কে শিলমোহরও দিয়েছিলেন। কিছুদিন আগে হঠাৎ করে শোনা যায় চুপিচুপি এই জুটি নিজেদের বাগদান পর্ব সেরে ফেলেছেন। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়াতে। যেখানে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা কাইফ আর, সাদা শেরওয়ানি পরেছেন ভিকি কৌশল। তবে দুজনের মুখপত্র জানিয়েছেন ভাইরাল হওয়া ছবিটি বহু পুরনো। আজকাল বলিউডের যে কোনও পার্টিতে একসঙ্গে হাজির হন তাঁরা। ছুটি কাটাতে দেশের বাইরেও যান একসঙ্গেই। তবে সম্পর্ক নিয়ে স্পিকটি নট। হ্যাঁ বা না, বলেন না কিছুই। 

Katrina Kaif -Vicky Kaushal: তাহলে কি সম্পর্কে স্বীকৃতি? 'শীঘ্রই বাগদান সারব’, বিয়ে নিয়ে অকপট ভিকি

এবার নিজের বাগদানের খবর পুরোপুরি মিথ্যে কথা নিজেই বললেন ভিকি। কিছুদিন আগে এক দৈনির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে  অভিনেতা জানিয়েছেন, ‘আপনাদের বন্ধুদের মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছিল তারপরেই হাসেন । তারপরেই তিনি বলেন, খুব তাড়াতাড়ি বাগদান সারবেন, যখন সঠিক সময় আসবে। সেটারও অবশ্য সময় আসতে দিতে হবে’। 

তবে এখন বলিপাড়াতে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। এমনকি দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে সব কথাও হয়ে গিয়েছে। এমনকি এই জুটির ডেস্টিনেশন ম্যারেজের ঠিকানা ও ঠিক হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মতো এই জুটিও উদয়পুরের বিলাসবহুল প্যালেসে বিয়ে করবেন। ইতিমধ্যে নাকি সেই প্যালেস বুকিং নিয়ে কথা বলছেন তাঁরা। সব নাকি একদম তৈরি। এবার সত্যি সত্যি বছর শেষে বিয়ে করবেন কিনা তাই দেখার।

About Author