Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nabanita Das: মনের সুখে নাচ করছেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত অভিনেত্রী নবনীতা! রইল ভিডিও

ছোটপর্দার অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন জিতু কমল। নবনীতা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'দ্বীপ জ্বেলে যাই' ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর একের পর এক হিট ধারাবাহিক উপহার দিয়েছেন নবনীতা।…

Avatar

By

ছোটপর্দার অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন জিতু কমল। নবনীতা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘দ্বীপ জ্বেলে যাই’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর একের পর এক হিট ধারাবাহিক উপহার দিয়েছেন নবনীতা। বর্তমানে অভিনেত্রী স্টার জলসাতে ‘তারাপীঠ মহাপীঠ’ ধারাবাহিকে মা তারার চরিত্রে অভিনয় করছেন। অন্যান ধারাবাহিকের মতো এই ধারাবাহিকে নবনীতাএ অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

নবনীতা বাস্তব জীবনে বিবাহিত। তাঁর স্বামী জিতুও একজন সফল অভিনেতা। স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিক সেটে জীতু ও নবনীতার প্রথম আলাপ হয়। হিরো হিরোইনের অভিনয় করতে করতে নিজেরাই প্রেমে পড়ে যান। এই ধারাবাহিকে নবনীতা অর্ধাঙ্গিনীর চরিত্রে পাঠ করতে গিয়ে আসল জীবনে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে কল্পনাও করতে পারেননি তিনি। প্রেমপর্ব মিটিয়ে ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চুটিয়ে সংসারও করছিলেন। জীতু আর নবনীতার খুনসুটি আর মজা করেই সংসার করছে। কখনো দুজনে বেড়িয়ে যাচ্ছে ঘুরতে তো আবার কখনো লকডাউনে মজা করেই দিন কাটাচ্ছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পুজো শুরু হওয়ার আগেই কলকাতার ভিড়ভাট্টা ছেড়ে দুজনে নিজেদের মতো সময় কাটাতে ঘুরুতে চলে গিয়েছেন জিতু আর নবনীতা। প্রথমে দার্জিলিং আর সেখান থেকে গ্যাংটক। জিতু আর নবনীতার ইনস্টাগ্রামে এখন শুধুই পাহাড় আর পাহাড়। কোথাও বা পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে নদী। 

দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে বেশ ভালোই সক্রিয়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নবনীতা একটি রিল ভিডিও শেয়ার করেছেন । যেখানে দেখা যাচ্ছে নীল জিন্স আর সাদা সোয়েটারে দার্জিলিংয়ের কোনও এক রিসর্টে নিজর মতো লরে নাচ করছেন অভিনেত্রী। আর পিছন থেকে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এই ভিডিয়োতে জিতু না থাকলেও ক্যামেরা পার্সন ছিলেন জিতু।বসিকিম গিয়ে হাইকিংও করেছেন এই জুটি। সে ছবিও ইনস্টায় শেয়ার করেছেন। পুজোর ছুটিটা জমিয়ে উপভোগ করছেন এই দুই লাভ বার্ডসকা। সঙ্গে ভার্চুয়ালি ঘোরার মজা নিচ্ছে অনুরাগীরা। তবে নবনীতার নাচের ভিডিও বেশ ভাইরাল।

About Author