Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এন আর সি-তে নাম নেই অসমের বিধায়কের

রাজীব ঘোষ: এন আর সি তালিকা নিয়ে বিজেপির মধ্যে মতবিরোধ শুরু হয়েছে।অনেকে মনে করেন বেআইনী ভাবে তালিকায় অনেক অনুপ্রবেশকারীর নাম রয়েছে।প্রকৃত নাগরিকরা বাদ পড়েছেন।অসমে এন আর সি তালিকা থেকে বিরোধী…

Avatar

রাজীব ঘোষ: এন আর সি তালিকা নিয়ে বিজেপির মধ্যে মতবিরোধ শুরু হয়েছে।অনেকে মনে করেন বেআইনী ভাবে তালিকায় অনেক অনুপ্রবেশকারীর নাম রয়েছে।প্রকৃত নাগরিকরা বাদ পড়েছেন।অসমে এন আর সি তালিকা থেকে বিরোধী দলের বিধায়ক অনন্ত কুমার মালোর নাম বাদ পড়েছে।তিনি একা নন,অবসরপ্রাপ্ত সেনা অফিসার, রাজনীতিবিদ সহ অনেক বিশিষ্টজনরা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।রাজ‍্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, প্রকৃত নাগরিকরা বাদ পড়েছেন।এই এন আর সি নিয়ে ভালো কিছু আশা করা যায় না।

ইতিমধ্যে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন এন আর সি-র চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।তারা সুপ্রিম কোর্টে যাওয়ার হুশিয়ারী দিয়েছে।অল অসম স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, অসম্পূর্ণ এন আর সি হয়েছে।এই এন আর সি-র তালিকায় খুশি নই।ত্রুটিমুক্ত এন আর সি-র দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কংগ্রেসও এন আর সি নিয়ে তীব্র সমালোচনা করেছে।অসমের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বলেন, এন আর সি যে প্রক্রিয়ায় তালিকা প্রকাশ করে তাতে আমি অখুশি।অনেক ভারতীয়র নাম বাদ পড়েছে।সুপ্রিম কোর্টের নির্দেশে আজ অসমে এন আর সি-র তালিকা প্রকাশ হয়।মোট ৩.১১ কোটি মানুষের নাম নথিভুক্ত হয়েছে।নাম বাদ পড়েছে১৯,০৬,৬৫৭ জনের।

About Author