Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Malaika Arora: ল্যাকমে ফ্যাশন শোয়ে বধূর বেশে ধরা দিলেন মলাইকা অরোরা! রইলো ভিডিও

মালাইকা আরোরা ও অর্জুন কাপুর বলিউডের অন্যতম চর্চিত লাভ বার্ডস। এদের প্রেমের রসায়ন কারোরই অজানা নয়। এদের প্রেম প্রায়দিনই পেজ থ্রিতে শিরোনাম থাকেন। এক কথায় বলতে গেলে এই জুটির লাভস্টোরি…

Avatar

By

মালাইকা আরোরা ও অর্জুন কাপুর বলিউডের অন্যতম চর্চিত লাভ বার্ডস। এদের প্রেমের রসায়ন কারোরই অজানা নয়। এদের প্রেম প্রায়দিনই পেজ থ্রিতে শিরোনাম থাকেন। এক কথায় বলতে গেলে এই জুটির লাভস্টোরি বিটাউনে এখন হটকেক। তাঁদের প্রতিটা পদক্ষেপেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। গত বছর করোনা আবহে এই লাভ বার্ডস একসাথে লিভ ইন করাও শুরু করেন। গতবছর দুজনেই একসাথে কোভিড পজিটিভ হন। কোভিড থেকে সুস্থ হওয়ার পর দুজনেই কাজ শুরু করেন সাথে একসাথেই কখনো গোয়া ট্রিপে বেড়িয়ে পড়েন এই জুটি। তবে পাপাজ্জিদের চক্ষু আড়াল কখনো হয়না।

Malaika Arora: ল্যাকমে ফ্যাশন শোয়ে বধূর বেশে ধরা দিলেন মলাইকা অরোরা! রইলো ভিডিও

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মালাইকা ১৯৯৭ সালে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন বলিউডে। মডেলিং থেকে বলিউডে অভিনয় করা শুরু করেন এই অভিনেত্রী। অক্টোবর মাস মানেই বরাবর বলিউড সেজে ওঠে ল্যাকমে ফ্যাশন উইকের জন্য। এই ল্যাক মে ফ্যাশন উইকে র‌্যাম্পে শো স্টপার হিসেবে উপস্থিত হওয়া প্রত্যেক তারকার জন্যই বেশ আনন্দ আর গৌরবের ব্যাপার। ব্যতিক্রম নন মালাইকাও। ফ্যাশন উইকের শেষ দিনে ডিজাইনার লেবেল ‘অন্নু’স ক্রিয়েশন’-র শো স্টপার হিসেবে থাকেন সুপারমডেল মালাইকা আরোরা। এই দিন ডিজাইনার অন্নু পাটেলের ডিজাইনে লাল লেহেঙ্গায় সেজে উঠেছিলেন। এই সাজে ঠিক যেন নতুন কনের মতো লাগছিল অভিনেত্রীকে।

Malaika Arora: ল্যাকমে ফ্যাশন শোয়ে বধূর বেশে ধরা দিলেন মলাইকা অরোরা! রইলো ভিডিও

এই সাজ দেখে চোখ ফেরানোই দায় বহু পুরুষ অনুগামীর। নিজের ইনস্টাগ্রামে মালাইকা নিজের ফ্যাশন শোয়ের কিছু পোশাকের ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে মাথায় থাকা ওড়না উঠিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন। এই দিন অভিনেত্রী নিজের জন্য লালের ওপর ঘন এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গা বেছে নিয়েছিলেন। এই লেহেঙ্গার সাথে গলায় চোকার, মাথায় মাথা-পট্টির সঙ্গে মাঙ্গটিকা। প্রিয় মাল্লার এই সাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ। অনুরাগীরা কনের বেশে মালাইকাকে দেখে গান বাঁধলেন। লিখলেন, ‘মুঝে অর্জুন কে ঘর জানা হ্যায়’। অবশ্য এর কোনো প্রতিক্রিয়া অভিনেত্রী জানাননি।

বর্তমানে বলিউড সুন্দরীকে এমটিভির মডেল হান্ট শো ‘সুপার মডেল’র বিচারকের আসনে দেখা যাচ্ছে। সেখানেই একটি পর্বে মিলিন্দের প্রশ্নের উত্তরে সম্মুখীন হন। এই দিন তিনি সর্বসমুক্ষে জানিয়েছিলেন, তাঁকে সবচেয়ে ভালো বুঝতে পারে অর্জুন। তিনি কখন কি চায়, কীসে রাগ হয়, কিসে মন ভালো হয় তা অর্জুনের থেকে ভালো কেউ বুঝতে পারে না। একইসঙ্গে ‘অর্জুনকে ভালোবাসেন কি না’ প্রশ্নের উত্তরে মালাইকা জানান, ‘ যদি অমর প্রেমে বিশ্বাস করো? ফরেভার লাভ বলো? তাহলে বলব হ্যাঁ ভালোবাসি।’

Malaika Arora: ল্যাকমে ফ্যাশন শোয়ে বধূর বেশে ধরা দিলেন মলাইকা অরোরা! রইলো ভিডিও

About Author