সামনেই আসছে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোর আগেই সদ্য বেশ অন্যরকম সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। এমনিতে সাজগোজের ব্যাপারে বরাবরই সাধারণ সাজ পোশাক পছন্দ করেন সন্দীপ্তা। এককথায় যা তাঁকে মানায় সেটাই পরেন তিনি। আর পুজোর আগেই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, স হলুদ রঙের লিনেন জামদানীর সাথে ব্লাউজের বদলে রঙিন ছোট টি শার্ট আর খোলা চুল আর পায়ে স্নিকার্স পরেছেন অভিনেত্রী। শাড়ির সাথে এই অভিনব ফিউশনে আর কুল লুকে জনপ্রিয় হিন্দি গান ‘দিওয়ানা হে দ্যেখো’ গানে তুমুল নাচলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের রুপের আগুনে তাক লাগিয়ে দিয়েছেন সন্দীপ্তা। শারদ সুন্দরীর এমন সাজ দেখে নেটজেনরা যেমন মুগ্ধ হয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।
Sandipta Sen: শাড়ি-শার্ট-স্নিকার্স এই ফিউশন লুকে হিন্দি গানে নেচে তাক লাগালেন পর্দার মা সারদা! রইলো ভিডিও
টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্দীপ্তা সেন। সন্দীপ্তা ২০০৮ সালে 'দুর্গা' সিরিয়াল দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। এরপর একের পর হিট ধারাবাহিকে আকে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০২০ সালে ধারাবাহিকে…

By

আরও পড়ুন