অরূপ মাহাত: এনআরসি নিয়ে উত্তেজনা ছিল সারা দেশে। লক্ষ লক্ষ অসমবাসী চেয়েছিলেন এই তালিকার দিকে। অবশেষে সব উদ্বেগের অবসান ঘটিয়ে প্রকাশিত হল এনআরসি-র চূড়ান্ত তালিকা। আজ সকাল ১০ টায় অনলাইনে প্রকাশিত হয় এই তালিকা। প্রত্যাশা মতো তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ মানুষ। তালিকায় নাম না থাকা মানেই তারা বিদেশি নন, এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল জানিয়েছেন, ‘যাদের নাম তালিকা থেকে বাদ পড়বে তাদের বিদেশি বলে বিবেচনা করা হবে না। তারা ভারতীয় নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবেন।’ বাদ যাওয়া ব্যক্তিরা পুনরায় আবেদন করতে পারবেন। ফরেনার্স ট্রাইব্যুনালে আপিল করা যাবে। আবেদনের সময়সীমা ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন হয়েছে।
কারা ভারতের প্রকৃত নাগরিক, আর কারা ভারতের নাগরিক নন তা জানতেই এনআরসি করা হয়েছিল অসমে। সুপ্রিম কোর্টের নির্দেশে, ১৯৭১ সালের ২৫ মার্চের পর বাংলাদেশ থেকে বে-আইনিভাবে যারা অসমে প্রবেশ করেছেন তাদের চিহ্নিত করতে ১৯৫১-এর অসম নাগরিক পঞ্জীকরণ পুনর্নবীকরণ করা হচ্ছে। এতে বাদ পড়া একটা বৃহৎ অংশ হিন্দু ধর্মাবলম্বী বলে জানা যাচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এনআরসি-র চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের আইনি লড়াইয়ের জন্য কেন্দ্র সহায়তা করবে। শাসক বিজেপি ও কংগ্রেস সহ বহু স্বেচ্ছাসেবী সংগঠনও এই সহায়তায় এগিয়ে আসার কথা জানিয়েছে।