Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Krishnakoli: ‘রাধা ক্যায়সে না জালে’, খোলা আকাশের নীচে অসাধারণ নাচ শ্যামা-নিখিল জুটির, রইলো ভিডিও

'কৃষ্ণকলি’ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা রায়। এই ধারাবাহিকে নীল -শ্যামা জুটি মা কাকিমার প্রিয় জুটি। শুরু থেকেই এই…

Avatar

By

‘কৃষ্ণকলি’ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা রায়। এই ধারাবাহিকে নীল -শ্যামা জুটি মা কাকিমার প্রিয় জুটি। শুরু থেকেই এই ধারাবাহিক মানুষের মনে জায়গা করে নিয়েছে। তিন বছর হয়ে গিয়েছে তবু এই ধারাবাহিকের জনপ্রিয়তা একফোঁটা কমেনি। তবে বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি আগের তুলনায় কিছুটা হলেও কম। তবে সেরা দশের মধ্যে থাকে এই ধারাবাহিক।

এখন দুজনের বয়স হয়েছে, দুই ছেলে মেয়ের বাবা মা শ্যামা নিখিল। তবে দুজনের রসায়ন এখনো দর্শকের মনে জায়গা করে নিয়েছে। মাঝে ধারাবাহিকে সেভাবে নিখিলের চিত্রনাট্য দেখা যায়নি। তবে শীঘ্রই পর্দায় নিখিল এবং শ্যমার রসায়ন আবার দেখতে পাবে দর্শক। ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, খুব শীঘ্রই নিখিলকে দেখা যেতে পারে বেনারসের তীরে। এখন ধারাবাহিকে দেখানো আপাতত হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে বেনারস গিয়েছেন শ্যামা। শ্যামা মেয়ে জামাই আর মুন্নি, শিবার সঙ্গে বেনারস সফরে চলে গিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর সেখানে গিয়ে বেনারসের চাচিকে খুঁজে পেয়েছে শ্যামা। আর এখানেই দেখানো হবে ধারাবাহিকে নতুন ট্যুইস্ট। নিখিলের পরম শত্রু অমরেন্দু চৌধুরীর লোক শ্যামার মেয়ে কৃষ্ণাকে তুলে নিয়ে গেছে। আর এই খবর কানে আসতেই নিজের মেয়েকে বাঁচাতে ছুটে আসে বেনারস। এখন ধারাবাহিকে টানটান পর্বের শ্যুটিংয়ের ফাঁকে ফুরফুরে মেজাজে দেখা গেল নিখিল-শ্যামাকে। সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় দুজনে। নতুন রিল ভিডিও শেয়ার করলেন নিখিল ওরফে নীল ভট্টাচার্য।

Krishnakoli: 'রাধা ক্যায়সে না জালে', খোলা আকাশের নীচে অসাধারণ নাচ শ্যামা-নিখিল জুটির, রইলো ভিডিও

এখন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের আউটডোর শ্যুটিং বেশ জমে উঠেছে। বেনারসে সেই শ্যুটিং এর ফাঁকে অনস্ক্রিন এই জুটি নেচে উঠলেন। শ্যুটিংয়ের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় উঁকি দিতে ভুলছেননা এই দুই অভিনেতা-অভিনেত্রী। এই দিন বেনারসের ঘাটে জনপ্রিয় ছবি ‘লাগান’-এর গান ‘রাধা ক্যায়সে না জ্বলে’ গানে দুজনে জমিয়ে নাচলেন।এই ভিডিয়োটিতে নিখিলের পরনে ছিল লাল সাদা রঙের কম্বিনেশনে পাঞ্জাবি এবং পাজামা। আর শ্যামার পরনে ছিল ঘি ও লাল রঙের কম্বিনেশনে শাড়ি এবং লাল ব্লাউজ। এই নাচের রিল ভিডিও বানিয়ে সেটি শেয়ার করেছেন নেটদুনিয়ায়। । প্রতিবারের মত এই ভিডিওটিও নেটিজেনদের খুব পছন্দ হয়৷ শেয়ার হতেই হু হু করে ভাইরাল হয়েছে। এই একই ভিডিও অভিনেত্রী তিয়াসাও শেয়ার করেছেন।

About Author