Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Koel Mallick: রবিবার দুপুরে নায়িকার হট লুকে কাবু নেটদুনিয়া! রইলো ভিডিও

বাংলা ছবির জগতে প্রায় আঠারো বছর কাটিয়ে ফেলেছেন এই বঙ্গ তনয়া। অভিনয় আর নাচ দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। প্রথমদিন থেকেই টলিউডের এই মিষ্টি নায়িকাকে পছন্দ করে দর্শক। আজও…

Avatar

By

বাংলা ছবির জগতে প্রায় আঠারো বছর কাটিয়ে ফেলেছেন এই বঙ্গ তনয়া। অভিনয় আর নাচ দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। প্রথমদিন থেকেই টলিউডের এই মিষ্টি নায়িকাকে পছন্দ করে দর্শক। আজও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে এরই মাঝে বদলে গেছে নায়িকার ব্যক্তিগত জীবন। গত বছরই এক পুত্র সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। ঠিক ধরেছেন অভিনেত্রী কোয়েল মল্লিকের কথাই বলছি। মা হওয়ার পর কিছুদিন রুপোলি পর্দা থেকে বিরতি নিয়েছিলেন নায়িকা। মা হওয়ার কারণে বেড়েছিল ওজনও। তবে ওয়ার্ক আউট করে ঝরিয়ে ফেলেছেন সব বেলি ফ্যাট। আবারও পুরনো মেজাজে ধরা দিলেন কোয়েল। 

রবিবার কোয়েল নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ফটোশ্যুটের ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল স্টিলেটো, পরনে ডেনিম প্যান্ট সাদা টিশার্ট ও ডেনিম জ্যাকেট। বোহেমিয়ান ইমেজে ফ্রেমবন্দি হলেন নায়িকা। এই ফটোশ্যুট প্রথম দেখলে কেউ ধরতে পারবেনা অভিনেত্রী এক ছেলের মা। পুরনো সেই ইমেজে ধরা দিলেন কোয়েল। লাস্যময়ী আর মোহময়ী অবতারে ফ্রেমবন্দি হতে দেখা গেল টলিউডের এই আবেদনময়ী নায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তাঁর হট লুকের প্রশংসায় মেতেছেন নেটনাগরিকরা। মন্তব্য বক্সে কেউ অভিনেত্রীকে হটি বলেছেন কেউ আবার লিখেছেন কোয়েল অন ফায়ার। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফিটনেসে বরাবরই এই অভিনেত্রী একশোতে একশো। তিনি এখনো টলিউডের যেকোনও আপকামিং নায়িকাকে টেক্কা দিতে পারেন কোয়েল মল্লি। কী করে নিজেকে ফিট রাখেন নায়িকা তার ঝলক মাঝে মাঝেই পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। কখনও দেখা যায় অবসরে নাচ প্র্যাকটিস করছেন অভিনেতা কখনও আবার দেখা যায় ওয়ার্ক আউটে জুম্বা ক্লাস করতে ব্যস্ত তিনি। সবমিলিয়ে নিজেকে আজ ফিট রাখতে কোনও কসরই ছাড়েন না কোয়েল। খুব শীঘ্রই এ কালার্স চ্যানেলে ‘মহালয়া’তে মা ‘দুর্গা’র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে।

About Author