Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mohor: লাল লেহেঙ্গায় মোহময়ী ‘মোহর’, ছবি দেখে মসকরা করলেন শঙ্খ স্যার!

এই অভিনেত্রীকে বাঙালী মা কাকিমা দুঃসাহসী মোহর বলেই জানে। যে অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ও ভাবেনা। নিজের পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচবে বলে নিজের বিয়ে থেকে পালিয়ে কলকাতা আসে…

Avatar

By

এই অভিনেত্রীকে বাঙালী মা কাকিমা দুঃসাহসী মোহর বলেই জানে। যে অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ও ভাবেনা। নিজের পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচবে বলে নিজের বিয়ে থেকে পালিয়ে কলকাতা আসে মোহর। তারপর কলেজে পড়তেই পড়তেই নিজের শিক্ষকের প্রেমে পড়েন। এই নিয়ে ধারাবাহিক চলে। কলেজের অধ্যাপকের সাথে কলেজ পড়ুয়ার প্রেম। শঙ্খ আর মোহরের প্রেম, ভালোবাসা, ঝগড়া আর খুনসুটি দেখতে পছন্দ করেন বহু বাঙালি দর্শক।

তবে সবচেয়ে বেশি পছন্দ মোহরের জীবনের এই সংগ্রাম। মোহরের আসল নাম সোনামনি সাহা। দেবী চৌধুরানী ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথম সিরিয়ালে অভিনয় করেই বেশ জনপ্রিয় হন সোনামনি। এই ধারাবাহিক শেষ হতেই পরের দজন শুরু হয় মোহর। মাত্র ২৩ বছর বয়সেই টেলিভিশন জগতে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন সোনামনি সাহা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Mohor: লাল লেহেঙ্গায় মোহময়ী 'মোহর', ছবি দেখে মসকরা করলেন শঙ্খ স্যার!

ছোটপর্দার সুপারহিট অনস্ক্রিন জুটি শঙ্খ-মোহরের অফ-স্ক্রিন রসায়ন কতটা জমজমাট? ফের তার প্রমাণ  মিলল সোশ্যাল মিডিয়ার পাতাতে। ধারাবাহিকের মতে বাস্তবেও প্রতীক নিজের কো-স্টার সোনামণি সাহার সঙ্গে তা ফের প্রমাণিত হল। সোনামনি অভিনয়ের পাশাপাশি মডেলিং আর ফটোশুট করতে বেশ ভালোবাসেন৷ শুক্রবার ফেসবুকের দেওয়ালে নিজের নতুন ফটোশ্যুটের ছবি পোস্ট করেন মোহর ওরফে সোনামণি। শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল সুন্দর লাল লেহেঙ্গা-চোলিতে লাস্যময়ী অভিনেত্রী। ঢেউ খেলানো খোলা চুল, কুন্দনের জুয়েলারিতে পারফেক্ট ব্রাইডাল সাজে মোহর। এই ফটোসেশানে সোনামনির রূপের ছটা ঝরে পড়ছে ছবিতে।

শঙ্খ স্যারের প্রিয়তমা মোহরের এই লুক দেখে ঘায়েল হয়েছে বহু পুরুষ হৃদয়। কিন্তু সোনামণির সঙ্গে খুনসুটি করার একটা সুযোগ হাতছাড়া করলেননা পর্দার সঙ্গে চুলোচুলি করবার সুযোগ ছাড়লেন না শঙ্খ স্যারবে। এই ছবিতে কমেন্ট বক্সে উঠে এল তির্যক মন্তব্য। প্রতীক এই ছবির মন্তব্য লিখেছেন, ‘পারফেক্ট ব্লেন্ড অফ ইন্দো-জাপানিজ বিউটি’।সঙ্গে একগুচ্ছ হাসির ইমোজি। আসলে সোনামণিকে আগেও প্রতীক জাপানি গুড়িয়া বলে সম্বোধন করেছেন। তাই এখানেও ইন্দো-জাপানিজ বিউটি বলে প্রতীকের মন্তব্য। তবে সে যাই হোক মোহরের এই ব্রাইড্যাল শ্যুট বেশ ভালোই ভাইরাল।

Mohor: লাল লেহেঙ্গায় মোহময়ী 'মোহর', ছবি দেখে মসকরা করলেন শঙ্খ স্যার!

About Author