Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Yash: নুসরতকে ভুলে স্যান্ডির সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন যশ? রইলো ভিডিও

দিন যত যাচ্ছে চর্চা থামছে না যশরতকে নিয়ে। বরং দিন দিন এদের নিয়ে চর্চা বেড়েই চলেছে পেজ থ্রি। গতকাল অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন এনা সাহার অফিসে নুসরতের মাথাভর্তি সিঁদুর দেখে…

Avatar

By

দিন যত যাচ্ছে চর্চা থামছে না যশরতকে নিয়ে। বরং দিন দিন এদের নিয়ে চর্চা বেড়েই চলেছে পেজ থ্রি। গতকাল অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন এনা সাহার অফিসে নুসরতের মাথাভর্তি সিঁদুর দেখে মাথা ঘুরে গিয়েছিল বহু নেটনাগরিকদের। যশের হাত ধরে এদিন এনা সাহার বিশ্বকর্মা পুজোয় পৌঁছেছিলেন নুসরত। আর সেখানেই যশের প্রেমিকা না একজন বিবাহিতা নারীর সাজেই পাওয়া গেল নতুন মাম্মাকে।

Yash: নুসরতকে ভুলে স্যান্ডির সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন যশ? রইলো ভিডিও

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই ছবি প্রকাশ্যে আসতেই সকলের মনে একটাই প্রশ্ন উঠছে, তবে কি গোপনে নিজের বিয়ের পর্বটা সেরে ফেলেছেন ঈশানের বাবা-মা? এই নিয়ে অবশ্য এখনো স্পিকটি নট যশরত। দুজনের সম্পর্ক নিয়ে বরাবর চুপ থেকেছেন টলিউডের মোস্ট চর্চিত এই জুটি। কিন্তু এর মাঝেই শনিবার দুপুর গড়াতে সামনে এল আরো এক ভিডিও যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। নুসরতকে ছেড়ে অন্য একজনের সিঁথিতে সিদুঁর পড়ালেন। ইনি আর কেউ নন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা।

যশের প্রতি নিজের ভালোবাসার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হামেশাই জাহির করে থাকেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা। যশের হ্যান্ডসম লুক আর চাহনিতে ফিদা স্যান্ডি। যশ কোনো ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলেই যশের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করে থাকেন স্যান্ডি। তবে এবার এই স্যান্ডির মাথায় সিদুঁর উঠলো যা দেখে হা পুরো নেটপাড়া। যখন অভিনেতা স্যান্ডির মাথায় সিদুঁর পড়াচ্ছে তখন ব্যাকগ্রাউন্ডে বাজছে- শাহরুখ-ঐশ্বর্যর আইকনিক গান ‘হাম কো হামি সে চুরালো’র লাইন। আর যশকে স্যান্ডির মাথায় গেরুয়া সিঁদুর পরিয়ে দিচ্ছেন। শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পোস্ট করেন স্যান্ডি।

সেই ভিডিয়ো পোস্ট করে স্যান্ডি লিখেছেন, ‘আজ আমার হিন্দু মতে বিয়ে হল, আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা…অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখলো’। এখাখানেই শেষ নয়, যশ যেহেতু বিজেপি করেন তাই সেই বিষয়টি উল্লেখ করেছেন। কমেন্ট বক্সে লেখেন- ‘আচ্ছা সিঁদুরের রং গেরুয়া এর সাথে কোনোরকম রাজনৈতিকতার সম্পর্ক নেই।’

যশের প্রতি স্যান্ডির এই ভালোবাসার কথা অবশ্য গোপন নেই যশের বর্তমান সহবাস সঙ্গীনী নুসরতের কাছেও। এসওএস কলকাতার প্রমোশনে তিনজনে একসঙ্গে একটি ভিডিও শ্যুট করেছিলেন। নুসরতের সামনেই যশের গালে আদুরে শর্প চুমু এঁকে দিতেও পিছপা হননি স্যান্ডি। সেইসময় যদিও প্রকাশ্যে আসেনি ‘যশরত’-এর ভালোবাসার গল্প। তবে কি সত্যি সত্যি এরা বিয়ে করলো নাকি এই ভিডিয়োটি মজার ছলে করা। আবার অনেকে মনে করছেন যশের আসন্ন ছবি ‘চিনে বাদাম’-এর প্রমোশ্যানাল কোনও ভিডিয়োর ক্লিপিংস। সেটা অবশ্য এখনো খোলসা করেননি স্যান্ডি। তবে এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল।

About Author