Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পদ্মশিবির ছেড়ে এবার দিদির ঘাসফুলে নাম লেখালেন বাবুল সুপ্রিয়

শনিবার দুপুরে বঙ্গ রাজনীতিতে বড় সড় রদবদল ঘটলো। তৃণমূলে যোগদান করলেন বিজেপির বিক্ষুব্ধ সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই দিদির দলে নাম লেখালেন বাবুল সুপ্রিয়। সঙ্গী ছিলেন…

Avatar

By

শনিবার দুপুরে বঙ্গ রাজনীতিতে বড় সড় রদবদল ঘটলো। তৃণমূলে যোগদান করলেন বিজেপির বিক্ষুব্ধ সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই দিদির দলে নাম লেখালেন বাবুল সুপ্রিয়। সঙ্গী ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। এদিন বিজেপিকে ভুলে নিজের হাতে শাসক দলের পতাকা হাতে তুলে নিলেন বাবুল।

পদ্মশিবির ছেড়ে এবার দিদির ঘাসফুলে নাম লেখালেন বাবুল সুপ্রিয়

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময়ে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে ফেসবুক লাইভে নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন মোদী মন্ত্রিসভার দু’বারের মন্ত্রী। এরপরেই তিনি বঙ্গীয় বিজেপি রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি জানান তিনি সাংসদ পদও ছেড়ে দেবেন। এরপরেই নড়েচড়ে বসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এরপর জরুরি বৈঠকে বসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

গতকাল ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাঁর জন্মদিনের রেষ কাটতে না কাটতেই শনিবার বড়সড় ধামাকা দিলেন বাবুল। ভোটের ফল প্রকাশের পরেই একের পর এক চমক পাওয়া যাচ্ছে বঙ্গ রাজনীতির মঞ্চে। বেশ কয়েক দিন ঘরেই জল্পনা চলছিল তৃণমূল যোগ দিতে পারেন বাবুল সুপ্রিয়। সেই জল্পনাই সত্য হল। উপনির্বাচনের আগেই ঘাসফুল শিবিরে যোগ দিলেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

About Author