বলিউডবিনোদন

কী খেয়ে চটপট ১৫ কেজি ওজন কমালেন ভারতী? ফাঁস করলেন জেসমিন,রইলো ভিডিও !

Advertisement
Advertisement

ভারতী সিং মানেই কমেডির পুরো ডায়েরি। কাপিল শর্মার শোতে নিজের মজার জোক উপস্থাপন করে এখন সে জনপ্রিয়তার শীর্ষে। বলিপাড়ার সেরা কমেডি ক্যুইনের মধ্যে অন্যতম। ভারতী সিং প্রথম থেকেই বেশ গোলুমোলু৷ তবে নিজের ওজন কোনোদিন লজ্জা পাননি বরং সবরকম পোশাকে নিজেকে মেলে ধরেছেন। তবে সেই ভারতীকে দেখলে আজকাল আপনি একটু অবাক হবেন। গোলুমোলু ভারতী কয়েক দিনের মধ্যেই মাত্র ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন।

Advertisement
Advertisement

তবে ভারতীর এই নয়া অবতার দেখে ভিরমি খাচ্ছেন অনেকেই। অনেকের প্রশ্ন তিনি কিভাবে এত তাড়াতাড়ি ওজন হ্রাস করলেন? অনেকে ভারতীর কাছে টিপস নিতে চাইছেন। সোশ্যাল মিডিয়া থেকে বলইউডের এখন অনেকের একটাই প্রশ্ন কিভাবে? তবে এই প্রশ্নের উত্তর দিলেন ভারতীর কাছের বান্ধবী তথা অভিনেত্রী জেসমিন ভাসিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভারতীর ডিনারের ডায়েড় মেনু ফাঁস করেছেন। যা দেখে চোখ কপালে সকলের! কি সেই মেনু?

Advertisement

যা দেখে সকলেই হতবাক। একনজরে দেখে নেওয়া যাক। জাসমিনের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেছে, থালায় রাখা ভাতের উপর ঘি ঢালছেন ভারতী। এরপর ভারতীকে বলতে শোনা গেল, ‘এবার যোগ করলাম ঘি’। এরপর থালায় ডাল ঢালতে শুরু করেন তিনি। পাশ থেকে জেসমিন বলে ওঠেন- ‘এবার ঘিয়ের তরকা দেওয়া ডাল’। এরপর ভারতী বলে চলেন, ‘দুনিয়ার লোকজন বলছে আমি রোগা হচ্ছি, টাইম দেখুন আমি কখন খাচ্ছি’। শেষে জেসমিন বলেন, ‘এটাই ভারতীর রোগা হওয়ার আসল রহস্য… চার চামচ ঘি, তেল জবজবে আলুর সবজি আর তেল ভরপুর ডাল’। এরপরই অনুগামীরা হেসে লুটোপুটি খাচ্ছে। সে যাই হোক অনেকেই ভারতীকে সুস্থ আর হাসিখুশি থাকার বার্তা দিয়েছেন। তুমুল ভাইরাল হয় এই ভিডিও।

Advertisement
Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতী জানিয়েছেন, দ্বিতীয় লকডাউনের সময় তিনি মন থেকে ওজন ঝরানোর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’ এর মাধ্যমেই নাকি এই চটজলদি ওজন কমেছে। তা সফল হয়েছেন। কমেডিয়ান আরো জানান, এই ওজন হ্রাস তাঁকে শারীরিকভাবে আরও মজবুত করে তুলেছে, বিশেষত তাঁর বেশকিছু শারীরিক সমস্যা রয়েছে যেমন ডায়াবেটিস, অ্যাস্থমা যেগুলি এখন আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে৷ তিনি জানান, আগে তাঁর ওজন ছিল ৯১ কেজি এখন তা কমে দাঁড়িয়েছে ৭৬ কেজি।

Advertisement

Related Articles

Back to top button