অন্যদিকে জিৎের মুখোমুখি হতে হবে দেবকেও। এবছর পুজোয় আসতে চলেছে দেব-অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘গোলন্দাজ’। এর পাশাপাশি মুক্তি পাচ্ছে দেব প্রযোজিত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। দেবের আরও একটি ছবি ‘টনিক’ এই পুজোতে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। পুজোর বদলে শীতেই দর্শকদের জন্য ‘টনিক’ আসবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী। তবে এই প্রথম নয়, এর আগেও দুজনে ছবি মুক্তির সময়ে মুখোমুখি হয়েছেন।২০১৯ সালেই একসঙ্গে মুক্তি পেয়েছিল দেব-রুক্মিনীর ”কিডন্যাপ” ও জিৎ-কোয়েলের ”শেষ থেকে শুরু”। নিজেদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের ছবি দেখতে বার বার হলমুখী হয়েছিল দেব ও জিৎের ফ্যানেরা। এবার পুজোয় করোনার আবহে এই দুই সুপারস্টার বাংলা ছবিকে কতটা ব্যবসায়িক সাফল্য এনে দিতে পারে তা জানা এখন সময়ের অপেক্ষা। তবে পুজোয় নতুন ছবি মুক্তির তালিকা বেশ লম্বা৷ এই তালিকায় নাম লিখিয়েছেন সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘বনি’ এবং অঙ্কুশ-শুভশ্রীর একটি নতুন ছবিও। তাহলে এবারে পুজোর লড়াইটা টক্করে টক্করে।Best wishes to the entire team ?? https://t.co/Ey9ZXp5AQA
— Dev (@idevadhikari) September 10, 2021
Dev-Jeet: পুজোর বক্স অফিসের হাল ফেরাতে ফের মুখোমুখি দেব-জিৎ, ‘বাজি’ বনাম ‘গোলন্দাজ’
কয়েকবছরে শহরে উৎসব পালিত হলে সিনেপ্রেমিরা দেখেছেন দুটি চিত্র। ঈদ হলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জিৎ অভিনীত ছবি আর দুর্গাপুজোয় পর্দা কাঁপাতে আসেন দেব। এ যেন মনে হবে টলিউডের দুই সুপারস্টারের…

By

আরও পড়ুন