Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Yuvaan: রাজশ্রী পুত্রের জীবনের প্রথম সমুদ্র সফর, মা শুভশ্রীর হাত ধরে বালির ওপর হাঁটলো একরত্তি

গত বছর ১২ই সেপ্টেম্বর রাজ শুভশ্রীর কোল আলো করে আসে ইউভান। রাজশ্রীর পরিবারে আসে এই ছোট্ট ছেলে। বার্থ সার্টিফিকেটে নাম ইউভান হলেও বাড়ির সকলে আদর করে ডাকে সিম্বা। এই ছেলেকে…

Avatar

By

গত বছর ১২ই সেপ্টেম্বর রাজ শুভশ্রীর কোল আলো করে আসে ইউভান। রাজশ্রীর পরিবারে আসে এই ছোট্ট ছেলে। বার্থ সার্টিফিকেটে নাম ইউভান হলেও বাড়ির সকলে আদর করে ডাকে সিম্বা। এই ছেলেকে নিয়ে চক্রবর্তী পরিবারের দিন রাত কেটে যায়। রাজ শুভশ্রীর এই পুত্র হট কেক সোশ্যাল দুনিয়ার। রাজ পুত্রকে অনেকে টলিউডের তৈমুর বলে ডাকে। আর নেট নাগরিকরা অপেক্ষা করে থাকেন এই একরত্তিকে এক ঝলক দেখবে বলে।

ইউভান জন্মের পরই নিজের কিউটনেসে রাজশ্রী পুত্র হয়ে উঠেছে ইন্টারনেট সেনসেশন। ছয় মাসেই দেখা গিয়েছিল কোনও অবলম্বন ছাড়াই একা একা দাঁড়াতে শিখে গিয়েছে সিম্বা৷ কখনো সে দাঁড়াচ্ছে তো কখনো এক-দু’পা করে হাঁটছে আবার কখনো বাবা’র কাঁধে চড়ে নিজের দস্যিপনাতে ব্যস্ত। এমনকি প্রথম শব্দ বাবা বলা শিখে গিয়েছে। আবার কখনো বাবার সাথে বাইকের স্টিয়ারিং দিচ্ছে তো কখনো আমের মরশুমে রসিয়ে আম খাচ্ছে তো কখনো মায়ের সাথে ফটোশুটে মাতেন এই একরত্তি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Yuvaan: রাজশ্রী পুত্রের জীবনের প্রথম সমুদ্র সফর, মা শুভশ্রীর হাত ধরে বালির ওপর হাঁটলো একরত্তি

ইউভানের বয়স ১ হতে এখন আর কটা দিন বাকি আছে। এক বছর হওয়ার আগেই বাবা মায়ের হাত ধরে সোজা পুরীর পথে রওয়ানা দিল ছোট্ট ইউভান। জগন্নাথ দেবের পুজো আর ঘুরুঘুরু দুই করতে এই ছেলে বেশ সাজুগুজু করেছে। প্রথমবার বাবা মায়ের সাথে ঘুরতে যাবে তাই আনন্দে আত্মহারা ছিল ইউভান। আর খোশ মেজাজে প্রতিটি ছবিতে ধরা পড়লো রাজশ্রী পুত্র। আর প্রতিটি ছবিতেওমুখের দুষ্টুমিষ্টি হাসিই ছিল।

Yuvaan: রাজশ্রী পুত্রের জীবনের প্রথম সমুদ্র সফর, মা শুভশ্রীর হাত ধরে বালির ওপর হাঁটলো একরত্তি

অন্যদিকে বৃহস্পতিবার সকাল হতেই সমুদ্র সৈকতে ছেলেকে নিয়ে পৌঁছে যান টলিউড দম্পতি। সেখানে সমদ্র দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে ছোট্ট রাজপুত্র। সম্প্রতি সেই ছবি শেয়ার করলেন রাজ৷ ছবিতে দেখা যাচ্ছে, মা শুভশ্রীর হাত ধরে প্রায় নিজেই হেঁটে  চলেছে বালির মধ্যে। পিছনে দুলছে নীল সমুদ্রের ঢেউ। প্রথম সমুদ্র দেখতে পেয়ে আনন্দে আত্মহারা। ক্যপশানে লেখেন,’মায়ের হাত ধরে, তাঁর পায়ের ছাপ অনুসরণ করে, ইউভান প্রকৃতির সমস্ত অভিজ্ঞতা লাভ করতে বেরিয়ে পড়ল’। নিমেষে ভাইরাল হয় ইউভানের প্রথম সমুদ্রে যাওয়ার এই পোস্ট।

About Author