Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিদ্ধার্থের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড!

বৃহস্পতিবার মায়ানগরীতে এল বিশাল বড় ঝড়। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৩’ এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। মাত্র চল্লিশ বছর বয়সেই থেমে গেল…

Avatar

By

বৃহস্পতিবার মায়ানগরীতে এল বিশাল বড় ঝড়। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৩’ এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। মাত্র চল্লিশ বছর বয়সেই থেমে গেল সিদ্ধার্থ শুক্লার জীবনের চাকা। হাসপাতাল সূত্রে খবর, ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। এর পরে আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ৷ ঘুমের মধ্যেই শান্ত মনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিদ্ধার্থ। বৃহস্পতিবার সকালে কুপার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাস্তাতেই প্রাণ হারান অভিনেতা। সিদ্ধার্থের চলে যাওয়ার কথা এখনো কেউ বিশ্বাস করতে পারছেননা। হতবাক সকলে। তাঁর অনুরাগী, গুণমুগ্ধ, সতীর্থ আর বন্ধুরা কেউই মানতে পারছেন না যে সিদ্ধার্থ আর নেই।

অভিনেতা সিদ্ধার্থ শুক্লা অকাল প্রয়াণে ভেঙে পড়েছে গোটা বিনোদন ইন্ডাস্ট্রি। টলিউড বলিউড সর্বত্রই অভিনেতার এই আকস্মিক মৃত্যুতে শো টুইট করে চলেছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রী। টলিউড থেকে বলিউড সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তাদের সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। টুইট করেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত,অভিনেত্রী নুসরত জাহান,অভিনেতা জিৎ, আদৃত রায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেতা যশ দাশগুপ্ত টুইট করে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না’। যশ দাশগুপ্তের পর অভিনেত্রী নুসরত জাহানের টুইট করে লিখেছেন, ‘এত তাড়াতাড়ি সকলকে ছেড়ে চলে গেল! খবরটা পেয়ে মন ভেঙে গেল। এখনও বিশ্বাস করতে পারছি না। শান্তিতে থেকো।’

Copy

অভিনেতা জিৎও তার টুইটার হ্যান্ডেল এর মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘অবাস্তব! স্তম্ভিত’।

অন্যদিকে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়ক আদৃত রায় লেখেন, লাভ ইউ স্যার! সবসময় আপনার ফ্যান! যেখানেই থাকবেন ভালো থাকবেন’।

সিদ্ধার্থের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড!

টেলি অভিনেতা নীল ভট্টাচার্য সিদ্ধার্থের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখছেন, “জীবন খুব ছোট। ভালোবাসা ছড়িয়ে দিন, হাসিখুশি থাকুন। জীবন সব সময়ে দ্বিতীয় সুযোগ দেয় না। সিদ্ধার্থ শুক্লার আত্মার শান্তি কামনা করি।”

সিদ্ধার্থের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড!

এছাড়াও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, ইমন চক্রবর্তী সহ আরও অনেকে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

About Author