Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিস্থিতির অবনতি! ICU-তে ভর্তি করা হল সায়রা বানুকে

জুলাই মাসেই নিজের অর্ধাঙ্গিনীকে রেখে না ফেরার দেশে চলে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। অভিনেতার মৃত্যু দু-মাস কাটতে না কাটতেই ফের খারাপ খবর। এবার হৃদরোগে আক্রান্ত হলেন দিলীপ কুমারের বেটার…

Avatar

By

জুলাই মাসেই নিজের অর্ধাঙ্গিনীকে রেখে না ফেরার দেশে চলে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। অভিনেতার মৃত্যু দু-মাস কাটতে না কাটতেই ফের খারাপ খবর। এবার হৃদরোগে আক্রান্ত হলেন দিলীপ কুমারের বেটার হাফ সায়রা বানু। অভিনেত্রীএই মুহূর্তে ভর্তি রয়েছেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে।

পরিবার সূত্রে খবর, তিন দিন আগেই দিলীপ জায়াকে রক্তচাপজনিত সমস্যার জেরে হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে। মাঝে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আজ সকালে তাঁর পরিস্থিতি কিছুটা অবনতি হলে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৫৪ বছরের দাম্পত্য সঙ্গীর হাত ছেড়ে গত ৭ই জুলাই প্রয়াত হন অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশক একসাথে কাটানো সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। পরিবার সূত্রে খবর স্বামীকে হারানো পর থেকেই গত কয়েকদিন ধরেই তাঁর শরীর এক্কেবারে ভালো ছিল না।এই দম্পতির কোনও সন্তান ছিলনা। তাই স্বামী স্ত্রী ছিলেন একে অপরের শক্তি। চিকিৎসকদের কাছে দিলীপ কুমারের মৃত্যুর খবর শুনে সায়রা বানু বলে উঠেছিলেন, ‘ভগবান আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল… সাহাবকে ছাড়া তো আমার জীবন অর্থহীন, আমি কিছু ভাবতেই পারছি না… দয়া করে সকলে প্রার্থনা করুন’

১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। প্রতিটি দম্পতির মতো এদের সম্পর্কেও নানান চড়াই উতরাই এসেছে ঠিকই। ওকে অপরকে বনা ছেড়ে সব বাধা বিপত্তি পেরিয়ে একসাথে ছিলেন। বেশ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দিলীপ সাহেব।তাঁর এই দীর্ঘ অসুস্থতায় ছায়ার মতো ছিলেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু। ৫৪ বছরের দাম্পত্য জীবনে ছন্দপতন হওয়ার পরই ভেঙে পড়েছেন অভিনেত্রী। সেখান থেকেই শুরু তাঁর শারীরিক অসুস্থতা। সায়রা বানুর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরাও। সকলেই দিলীপ পত্নীর দ্রুত আরোগ্য কামনা করছেন। 

About Author