Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জন্মাষ্টমীর দিন ছোট্ট কেশব সাজলো গোপাল সাজে! রইলো মিষ্টি ভিডিও

কৃশিব! এই নামটা আজকের সকলের পরিচিত নাম।ইনি যে জনপ্রিয় তারকা পূজা ব্যনার্জী আর কুনাল বর্মার একমাত্র ছেলে। বয়স মাত্র দশ মাস। তবু এই একরত্তি হয়ে উঠেছে সকলের নয়নের মনি। প্রথম…

Avatar

By

কৃশিব! এই নামটা আজকের সকলের পরিচিত নাম।ইনি যে জনপ্রিয় তারকা পূজা ব্যনার্জী আর কুনাল বর্মার একমাত্র ছেলে। বয়স মাত্র দশ মাস। তবু এই একরত্তি হয়ে উঠেছে সকলের নয়নের মনি। প্রথম বার সোশ‍্যাল মিডিয়ায় দেখা দিতেই কৃশিবের ফ্যান ফলোয়ার সংখ্যা যে হাজার পেরিয়েছে তা বলার অপেক্ষা রাখেন। বঙ্গ তনয়া পূজা ব‍্যানার্জি ছেলে একেবারে তাঁর মতোই হয়েছে। অনেকটা রসোগোল্লার মতো। কৃশিব মিষ্টি হলেও মাত্র ১০ মাস বয়সে দুষ্টুমি করতেও বেশ ভালো করে শিখে গিয়েছে।

দশ মাসের খুদের দুষ্টুমিতে নাজেহাল কুনাল আর পূজা। কৃশিবকে যদি ভালো ছেলের মতো খেতে হয় তাহলে বাবাকে করতে হবে ড্যান্স। নাহলে ছেলে খাবেনা খাবার। আবার মা রান্না করতে গেলেই নিজেই চাকি বেলুন নিয়ে শেফ হয়ে যায়। ছেলের এই কান্ড কারখানা কুনাল আর পূজা দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করে থাকেন। এদের দুজনের পেজ খুললেই মেলে ছেলের নানান দুষ্টুমির প্রতিচ্ছবি। তবে একটা কথা মানতেই হবে এই তারকা জুটি যতই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকুক ছেলেকে সময় দিতে এক্কেবারে ভোলেননা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছেলে যতই দুষ্টু হোক ছেলের সব দুষ্টুমি চেটে পুটে উপভোগ করেন পূজা ও তার পাঞ্জাবি স্বামী। আজ জন্মাষ্টমী। গোপালের জন্মদিন। আর ছোট্ট ছেলেকে পূজা গোপাল সাজাবেনা তা কি করে হয়। জন্মাষ্টমীর দিন মাম্মা পূজা সক্কাল সক্কাল ছেলেকে ছোট্ট গোপাল তৈরী করলেন। এই দিন ছেলেকে হলুদ রঙের ধূতি আর কৃষ্ণের মতো গায়ে সাদা মুক্তের হার, হাতে বালা আর মাথায় মুকুট পরিয়ে দিলেন। আর বাবা কুনাল মাথায় হলুদ রঙের গোল টিকা।ব্যকগ্রাউন্ডে বেজে উঠেছে ‘গো গো গোবিন্দা’। সত্যি ছোট্ট গোবিন্দা এসে উপস্থিত হয়েছে। গোবিন্দার এ এই হাসি মুখ দেখে অনুগামীরাও ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় কৃশিবের এই গোপাল সাজ।

About Author