Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Srabanti: অভিনেত্রী কার সাথে নিজের প্রিয় খাবার শেয়ার করেন! রহস্য ফাঁস করলেন শ্রাবন্তী

কলকাতা অভিনেত্রীর প্রিয় শহর হলেও করোনার জন্য অনেকদিন কোথাও দূরে ঘুরে আসতে পারেননি। আবার এই শহরে বেশ কয়েকমাস ধরে নানান বিতর্কের মধ্যেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। তাই প্রিয় মানুষদের সঙ্গে…

Avatar

By

কলকাতা অভিনেত্রীর প্রিয় শহর হলেও করোনার জন্য অনেকদিন কোথাও দূরে ঘুরে আসতে পারেননি। আবার এই শহরে বেশ কয়েকমাস ধরে নানান বিতর্কের মধ্যেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। তাই প্রিয় মানুষদের সঙ্গে শহর ছাঁড়লেন এই অভিনেত্রী। সমস্ত কোলাহল আর কাজ থেকে ছুটি নিয়ে নীল জলের দেশে হারিয়ে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ইতিমধ্যে মলদ্বীপ পৌছে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছুটি কাটানোর ছবি দিলেন শ্রাবন্তী। আপাতত এখন শ্রাবন্তী ও তাঁর ছেলে আর ছেলের বান্ধবীর ঠিকানা মালদ্বীপের বিলাসবহুল রিসর্ট। আবার শোনা যাচ্ছে, অভিনেত্রীর এই সফরে রয়েছেন তাঁর চর্চিত প্রেমিক অভিরুপ নাগ চৌধুরি। তবে এদের দুজনের একসাথে কোনো ছবি পাওয়া যায়নি। তবে এই দ্বীপ থেকে যে ছবিই শেয়ার করছেন অভিনেত্রী তাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শনিবার সক্কাল সক্কাল অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে আরও একটি ছবি শেয়ার করলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে সি-রিসর্টের ডেকের একটি সোফায় বসে প্রাতঃরাশ করছেন তিনি। সামনে সাজানো খাবারের প্লেট আর তাতেই রয়েছে অনেক লোভনীয় পদ। ছবি তোলার সময়ে আর একটি প্লেটের দিকে আঙুল দিয়ে কিছু নির্দেশ করছেন। তবে এই ছবির নীচে ক্যাপশনে লিখলেন, ‘আমি যদি আমার খাবার তোমার সঙ্গে শেয়ার করি, তাহলে বুঝবে সেটা একটা বড় ব্যাপার!৷ এর থেকে বোঝা যাচ্ছে শ্রাবন্তী খুব কাছের মানুষ ছাড়া কারোর সঙ্গে খাবার ভাগ করেননা। তবে অভিনেত্রীর এই কাছের মানুষের নাম জানার উৎসাহ প্রকাশ করেছে। অনেকে আবার অভিমন্যুর নাম ও ভেবে নিয়েছে। তবে অভিনেত্রীর এই ছুটির ছবি ভাইরাল।

উল্লেখ্য, ২০২০ সালে শ্রাবন্তীর জীবনে আসেন রোশন সিং। গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে চুপিচুপি তৃতীয় বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী। কিন্তু সেই সম্পর্কেও বেশি দিন স্থায়ী হলনা। বিয়ের দেড়েক বছর পর দুজনের সম্পর্কে এখন তিক্ততা আসে। গত বছর দুর্গাপুজোর থেকে নিজের বাবা মায়ের সাথে থাকছেন। এসব ভুলে অবশ্য অভিনেত্রী নিজের নতুন সিনেমা আর পরিবারের ভালো মন্দ নিয়ে বেশ ভালোই ব্যস্ত আছেন।

About Author