Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Subhashree Ganguly: হাই স্লিটকাট গাউনে ‘হট’ লুকে ধরা দিলেন ইউভানের মাম্মা! নিন্দুকেরা সব চুপ

ইউভান জন্মের পর শুভশ্রী বিনোদন জগত থেকে সাময়িক বিরতি নিয়ে এপ্রিল মাসে 'ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শোতে বিচারক হিসেবে হাজির হয়েছেন। আর এই অনুষ্ঠানে প্রেজেন্টেবেল হওয়ার জন্য প্রতিদিন নিত্য নতুন…

Avatar

By

ইউভান জন্মের পর শুভশ্রী বিনোদন জগত থেকে সাময়িক বিরতি নিয়ে এপ্রিল মাসে ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শোতে বিচারক হিসেবে হাজির হয়েছেন। আর এই অনুষ্ঠানে প্রেজেন্টেবেল হওয়ার জন্য প্রতিদিন নিত্য নতুন লুকে ধরা দেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর এই নাচের মঞ্চে শুভশ্রীর ফ্যাশনিস্তা লুক আগুন ঝরাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর সিজনে শুভশ্রীর সাথে বিচারকের আসনে সঙ্গ দিচ্ছেন জিত, এবং গোবিন্দা। 

১১ মাস আগেই প্রথম সন্তানের মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই মা হওয়ার সুবাদে অন্যান মায়েদের মতো শুভশ্রীর শরীরে বেশ কিছু পরিবর্তন এসেছিল। ইউভানের জন্মের পরে অভিনেত্রীর শরীরে বিস্তর বেবি ফ্যাট ছিল। এই ওজন বৃদ্ধির জন্য ইউভানের মাকে সোশ্যাল মিডিয়ায় বারবার কটূক্তির শিকার হতে হয়েছে। কিন্তু পুরোনো শরীর ফিরে পাওয়ার চ্যালেঞ্জটা অনেক আগে থেকেই তিনি নেন। ইউভান ছয়মাস পর্যন্ত ব্রেস্টফিড করেছে ততদিন ছেলের জন্য ঠিক ঠাক ডায়েট ফলো করেছেন। তারপর থেকে একটু একটু করে পুরোনো রুটিনে ফিরে যান শুভশ্রী। যোগব্যায়াম দিয়ে মাত্র চার মাসেই নিজেকে পুরোদস্তুর পালটে ফেলেছেন অভিনেত্রী। শুভশ্রীর এই পরিবর্তন দেখে নিন্দুকেরাও চুপ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এখন দিন যত যাচ্ছে, প্রত্যেক এপিসোডে বিচারক শুভশ্রী ধরা দিচ্ছেন চমকপ্রদ লুকে। ইতিমধ্যে আগামী এপিসোডের নিজের নতুন লুকের এক ঝলক প্রকাশ্যে এনেছেন নায়িকা নিজে। এই দিন বেগুনি হাই স্লিটকাট গাউনে লাস্যময়ী সাজে ধরা দিয়েছেন ইউভানের মাম্মা। বোল্ড অবতারব ধরা দিলেন অভিনেত্রী। তাঁর পোশাক থেকে মেকআপ জ্বলজ্বল করছে নেটদুনিয়াতে।

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বেগুনি হাই স্লিটকাট গাউনের সঙ্গে মানান সই করে, চুল হালকা কার্ল রেখেছেন আর চোখের মেক আপ ও ড্রেসের সাথে মানানসই বেগুনি আই শ্যাডো ব্যবহার করেছেন। ঠোঁটে ব্রাউন লিপস্টিক। সাজের সঙ্গে মানানসই রেখে কানে দুল, গলায় নেকপিস এবং হাতে আংটি পরেছেন। অভিনেত্রীর অ্যাক্সেসরিজগুলোও পুরোপুরি তাঁর সাজের সাথে পারফেক্ট। আর নিজের এই সাজের ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘সে ফিসফিস করে… তোমার অন্তরে অনুভূতি জাগে’। শুভশ্রীর এই স্টাইল এখন নেটদুনিয়ায় বেশ ভাইরাল। অভিনেত্রীর অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। অভিনেত্রী নিজের এই বিশেষ ফটোশ্যুটের ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।

About Author