Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেমো ডিসুজার সাথে ধুনুচি নাচে মাতলেন অভিনেতা দেব!

সব কিছুর যেমন শুরু আছে ঠিক তেমন শেষ ও আছে। তেমনই স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি-শো ডান্স ডান্স জুনিয়র সিজন ২ এর যাত্রাপথ শেষের পথে। আর কিছুক্ষণের মধ্যে সম্প্রচারিত হবে এই…

Avatar

By

সব কিছুর যেমন শুরু আছে ঠিক তেমন শেষ ও আছে। তেমনই স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি-শো ডান্স ডান্স জুনিয়র সিজন ২ এর যাত্রাপথ শেষের পথে। আর কিছুক্ষণের মধ্যে সম্প্রচারিত হবে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালেতে একের পর এক চমক রাখছেন এই শোয়ের নির্মাতারা। এই শোয়ে দায়িত্ববান বিচারক হিসেবে দেব আর মানালীকে তো মানুষ দেখেছে। পাশাপাশি এই দিন উপস্থিত থাকবে বলিউড তিন স্টার। বলিউড সুপারস্টার সানি লিওনি, কোরিওগ্রাফার রেমো ডিসুজা, আর ক্যাবারে ক্যুইন হেলেন।

নতুন বছরের শুরুতে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ -র জার্নি শুরু হয়েছিল। ২৬ জন প্রতিযোগী নিয়ে প্রথম এই শোয়ের পথচলা শুরু হয়। যাদের মেন্টর হিসাবে ছিলেন অভ্যান, বিভাস, রিকি – অদিতির মতো নৃত্যশিল্পীরা। এই শোয়ে এর আগেও একাধিক অতিথি বিচারক এসে মঞ্চ মাতিয়েছেন। বলি থেকে টলি, একাধিক তারকাদের সমাবেশ পাওয়া গিয়েছে। ছিলেন গোবিন্দা, রবিনা টন্ডন, উর্মিলা মাতন্ডকর,অনিল কাপুর, অঙ্কুশ হাজরা, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এবার হেলেন, সানি আর রেমো ডিসুজার উপস্থতি যে শোয়ের এনার্জি বাড়াবে তা তো আর বলার উপায় রাখেনা।এই প্রথম তিন সেলিব্রেটি প্রথম বাংলা রিয়ালিটি শোতে উপস্থিত থেকেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যেখানে দেব আর মিঠুন আছে সেখানে ধুনুচি নাচ হবে না তা কি কখনো হয়। এক্কেবারে না বরং একই মঞ্চে হেলেন, রেমো, সানির সঙ্গে মনামী, মিঠুন ও দেব করলেন বাঙালিদের ঐতিহ্যশালী ধুনুচি নাচ। আর সেই নাচের ঝলক আগেই পেয়েছেন।দেব রবিবার সাস সকালে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে দেবের সিনেমার গানে রেমোর সাথে ধুনুচি নাচলেন।আর সেই সমস্ত মুহূর্ত তুলে ধরলেন দেব। ক্যপশানে লিখলেন, সবাই তৈরী তো আজকের ফাইনাল পর্ব দেখার জন্য। এরপর অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। অনেকে উৎসাহী এই এপিসোড দেখার জন্য।

দেব এক সাক্ষাৎকারে জানান, “এই গোটা সিজনটা তাঁরা মূলত কোভিড পরিস্থিতির মধ্যে শ্যুট করা হয়েছে সেখানে পুরো টিম যেভাবে সাপোর্ট করেছে, সেটা না থাকলে এটা করা সম্ভব হত না।” সময়, সুযোগ ও উপযুক্ত চরিত্র থাকলে ভবিষ্যতে এই মঞ্চের প্রতিযোগীরাও সুযোগ পেতে পারেন দেবের পরবর্তী সিনেমাতে, এমনটাই আভাস দিলেন অভিনেতা -প্রযোজক।  এই গ্র‍্যান্ড ফিনালের দিন বলিউড স্টার সানির সাথে বাংলা রোম্যান্টিক গানে নাচতেও দেখা গিয়েছে।

About Author